করোনা নির্মূল না হওয়া পর্যন্ত বিদেশি শ্রমিক না নেয়ার সিদ্ধান্ত মালয়েশিয়ার

করোনাভাইরাস নির্মূল না হওয়া পর্যন্ত বিদেশি শ্রমিক না নেয়ার সিদ্ধান্ত নিয়েছে মালয়েশিয়া। রোববার (০৭ ফেব্রুয়ারি) দেশটির ফেলডা ইনাস উতারায় মরিচের একটি পাইলট প্রকল্প পরিদর্শন শেষে সাংবাদিকদের এমনটিই বলেছেন উদ্ভিদ শিল্প ও পণ্যমন্ত্রী দাতুক ডা. মোহাম্মদ খায়রুদ্দীন আমান রাজালী।

তিনি বলেন, সরকার কোভিড-১৯ স্ট্যান্ডার্ড অপারেটিং পদ্ধতি অনুসরণকারী সংস্থাগুলির আবাসন সরবরাহের সক্ষমতাও মূল্যায়ন করছে। যাতে করে বিদেশি কর্মীনির্ভর যে কয়টি সেক্টর রয়েছে তাতে কোনও প্রাদুর্ভাব না ঘটে তা নিশ্চিত করার জন্য কঠোর এসওপি চলছে।

এটি সফল হলে সরকার বিবেচনা করবে বিদেশি শ্রমিক নিয়োগে। তবে সবক্ষেত্রেই মালয়েশিয়ান কর্মীদের প্রধান্য দেয়া হবে। সরকার কিছু সেক্টরে শূন্যপদ পূরণের জন্য অবৈধ অভিবাসীদের নিয়োগ দিয়ে পুনরুদ্ধার কর্মসূচিও গ্রহণ করবে বলে জানিয়েছেন মন্ত্রী।

এদিকে সিনিয়র (প্রতিরক্ষা) মন্ত্রী দাতুক সেরি ইসমাইল হোসেন সাবরি ইয়াকুব বলেছেন, গত বছরের ডিসেম্বর পর্যন্ত ৩ লাখ ১২ হাজার ৬২৩ জন বিদেশি কর্মীর কোভিড-১৯ পরীক্ষা করা হয়েছে। তন্মধ্যে ৬,০৯৩ জনের শরিরে কোভিড-১৯ পজিটিভ পাওয়া গেছে। তাদের উন্নত চিকিৎসা দেয়া হয়েছে।

এ জাতীয় আরো সংবাদ

ট্রানজিট হয়ে কুয়েতে ফিরছেন আটকে পড়া প্রবাসীরা

আনসারুল হক

পর্তুগালে মুসলমানদের ঈদুল ফিতর উদযাপন

আনসারুল হক

যুক্তরাষ্ট্রে ইলিশের নামে ‘সার্ডিন’ কিনে প্রতারিত প্রবাসীরা

নূর নিউজ