কাজাখস্তানে হতাহতের সংখ্যা হাজার ছুঁই ছুঁই

কাজাখস্তানে দাঙ্গায় অন্তত ১৮ পুলিশ নিহত এবং সাতশ’র বেশি আহত হয়েছে।

তেলের দাম বৃদ্ধিকে কেন্দ্র করে দেশটিতে সৃষ্ট সহিংসতা বন্ধ করতে গিয়ে পুলিশ এই হত্যাকাণ্ডের শিকার হয়। কাজাখস্তানে আকস্মিকভাবে জ্বালানি তেলের দাম বেড়ে যাওয়ার প্রেক্ষাপটে জনগণ বিক্ষুব্ধ হয়ে ওঠে এবং সরকার পদত্যাগ করতে বাধ্য হয়। তবে সরকারের পদত্যাগের পরেও বিক্ষোভকারীরা ডাঙ্গা অব্যাহত রেখেছে।

দাঙ্গা থামানোর জন্য কাজাখস্তানের সবচেয়ে বড় শহর আলমাতিতে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে। তা সত্ত্বেও দাঙ্গাকারীরা শহরে মেয়রের কার্যালয়ে আগুন লাগিয়ে দেয় এবং অন্যান্য দপ্তরে হামলা চালায়। অন্য প্রদেশগুলোতেও একইভাবে সহিংসতা চলছে।

এরইমধ্যে পুলিশ ২২৯৮ জনকে আটক করেছে। ইসলামি প্রজাতন্ত্র ইরান কাজাখস্তানের চলমান দাঙ্গায় উদ্বেগ প্রকাশ করে বলেছে, এ ঘটনার পেছনে বিদেশি শক্তির মদদ রয়েছে

এ জাতীয় আরো সংবাদ

গোমাংশ খাওয়ার পক্ষে বললেন বিজেপির মন্ত্রী

আনসারুল হক

সৌদি আরবে একদিনে ৮১ জনের মৃত্যুদণ্ড কার্যকর

নূর নিউজ

রমজানে কোরআনের ১০ লাখ কপি বিদেশে বিতরণ করবে সৌদি

নূর নিউজ