কাতারস্থ আলনূর কালচারাল সেন্টারের নবগঠিত পরিচালনা পরিষদকে বাংলাদেশ শাখার অভিনন্দন

নূর নিউজ:কাতারস্থ আলনূর কালচারাল সেন্টারের নবগঠিত পরিচালনা পরিষদকে অভিনন্দন জানিয়েছেন আল নূর কালচারাল সেন্টার বাংলাদেশ শাখার প্রধান উপদেষ্টা মাওলানা উবায়দুর রহমান নদভী, নির্বাহী পরিচালক মুফতী সালমান আহমদ, শিক্ষা বিভাগ পরিচালক ড. সিদ্দিকুর রহমান, জেনারেল শিক্ষা পরিচালক মাওলানা আবু নোমান আল মাদানি, আরবী শিক্ষা পরিচালক মাওলানা সাইফুল ইসলাম মা’আরেফী, সমাজ কল্যাণ বিভাগ পরিচালক মাওলানা ইসহাক আহমদ, প্রচার সম্পাদক মাওলানা আনসারুল হক ইমরান।

আজ গণমাধ্যমে পাঠানো এক অভিনন্দন বার্তায় তারা বলেন, আল নুর কালচারাল সেন্টার কাতার শুরু থেকেই সমাজসেবা, সাংস্কৃতিক, শিক্ষা ও গবেষনাধর্মী কাজ করে যাচ্ছে। সম্প্রতি কাতারের দোহায় অনুষ্ঠিত সেন্টারের বার্ষিক সভায় সর্বসম্মতিক্রমে আগামী দুই বছরের জন্য নতুন কমিটি হওয়ায় আমরা আনন্দিত। আশা করি, নবগঠিত পরিচালনা পরিষদ এই কাজকে আরো বেগবান করবে।

আমরা আলনুর কালচারাল সেন্টার কাতারের মহা-পরিচালক প্রকৌশলী শোয়েব কাসেম ও নিবাহী পরিচালক মাওলানা ইউসুফ নূরসহ নবগঠিত পরিচালনা পরিষদের সকলকে অভিনন্দন জানাচ্ছি এবং তাদের তাদের সর্বাঙ্গীন সফলতা কামনা করছি।

 

এ জাতীয় আরো সংবাদ

আজ দেশের ৯ অঞ্চলে বৃষ্টি হতে পারে

নূর নিউজ

আমাকে আর কত হয়রানি করা হবে : আদালতে মাওলানা সাঈদী

আলাউদ্দিন

ডেঙ্গু আক্রান্ত হয়ে আরো ৩৫১ জন হাসপাতালে

নূর নিউজ