কাতারস্থ আলনূর কালচারাল সেন্টারের নবনির্বাচিত পরিচালনা পরিষদ গঠিত


নূর নিউজ, কাতার প্রতিনিধি: গত সোমবার (৪ জানুয়ারি ২০২১) কাতারের রাজধানীর দোহা জাদিদ আল জামান হোটেলে আল নূর কালচারাল সেন্টারের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সভায় কার্যনির্বাহী পরিষদের সর্বসম্মতিক্রমে দুই বছরের জন্য নতুন কমিটি গঠিত হয়। অচিরেই পৃষ্ঠপোষক পরিষদ ও উপদেষ্টা পরিষদের নাম ঘোষণা করা হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

সেন্টারের মহাপরিচালক প্রকৌশলী শোয়েব কাসেমের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভা পরিচালনা করেন প্রকৌশলী মনিরুল হক। বার্ষিক প্রতিবেদন পেশ করেন নির্বাহী পরিচালক মাওলানা ইউসুফ নূর। তিনি কাতার শাখার বার্ষিক কার্যক্রম ছাড়াও বাংলাদেশ ও যুক্তরাষ্ট্র শাখার বিগত দিনের বিভিন্ন কার্যক্রমের পরিসংখ্যান পেশ করেন।

কাতারের দোহায় অনুষ্ঠিত আলনূর কালচারাল সেন্টারের বার্ষিক সাধারণ সভায় নেতৃবৃন্দ।

সভায় বক্তব্য রাখেন- আলনূর সেন্টার কাতারের গবেষণা ও প্রকাশনা বিভাগের পরিচালক অধ্যাপক আমিনুল হক, সংস্কৃতি বিভাগের পরিচালক প্রকৌশলী আবু রায়হান,গণসংযোগ বিভাগের পরিচালক প্রকৌশলী আলিমুদ্দিন,শিক্ষা বিভাগের সহযোগী পরিচালক অধ্যাপক আবুশামা,সমাজকল্যাণ বিভাগের সহযোগী পরিচালক প্রকৌশলী জাহেদুল ইসলাম, গবেষণা ও প্রকাশনা বিভাগের সহযোগী পরিচালক মাওলানা এনামুল হক ও সদস্য প্রকৌশলী ওয়ালিদ ভুঁইয়া, প্রোগ্রাম ম্যানেজার মাওলানা নুরুল আমিন সহ বিভিন্ন বিভাগের সহযোগী ও সহকারী পরিচালক ও কার্যনির্বাহী পরিষদের সদস্যবৃন্দ।

সভার শেষ পর্যায়ে শিক্ষা বিভাগের প্রতিষ্ঠাতা সদস্য মাওলানা মোহাম্মদ লোকমান দেশ ও জাতির মঙ্গল কামনায় দোয়া করেন। নৈশভোজের মধ্য দিয়ে  সভার পরিসমাপ্তি ঘটে।

নবনির্বাচিত পরিষদের বিভিন্ন বিভাগের কর্মকর্তাদের পরিচিতি:

মহাপরিচালক: প্রকৌশলী শোয়েব কাসেম
নির্বাহী পরিচালক :মাওলানা ইউসুফ নূর
প্রোগ্রাম ম্যানেজার:মাওলানা নুরুল আমিন
দপ্তর সম্পাদক:জিয়াউদ্দিন ফাহাদ

শিক্ষা ও প্রশিক্ষণ বিভাগ:
পরিচালক:মাওলানা মুস্তাফিজুর রহমান
সহযোগী পরিচালক: অধ্যাপক আবুশামা
সহকারী পরিচালক: প্রকৌশলী বুলবুল আহমেদ

সংস্কৃতি বিভাগ:
পরিচালক: প্রকৌশলী আবু রায়হান
সহযোগী পরিচালক:মতিউর রহমান
সহকারী পরিচালক:মাওলানা জসিমউদ্দিন মাশরুফ

গবেষণা ও প্রকাশনা:
পরিচালক:অধ্যাপক এ.কে.এম.আমিনুল হক
সহযোগী পরিচালক:মাওলানা এনামুল হক
সহকারী পরিচালক:মাওলানা আবু তালেব

সমাজকল্যাণ বিভাগ:
পরিচালক: পেয়ার মুহাম্মদ
সহযোগীপরিচালক:প্রকৌশলী জাহেদুল ইসলাম
সহকারী পরিচালক:মাওলানা গোলাম রব্বানি

গণসংযোগ বিভাগ:
পরিচালক: প্রকৌশলী আলিমুদ্দিন
সহযোগী পরিচালক:প্রকৌশলী মনিরুল হক
সহকারী পরিচালক:নূরুর রহমান মুস্তাকিম

অর্থ বিভাগ:
পরিচালক:সালেহ নূরুন্নবী
সহযোগী পরিচালক:শাকিল ইফতেখার
সহকারী পরিচালক:আব্দুল কাইউম

এ জাতীয় আরো সংবাদ

প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অনুমোদন ছাড়া শ্রীলঙ্কায় আমদানি করা যাবেনা ইসলামী বই

আলাউদ্দিন

কিং সাউদ ইউনিভার্সিটিতে ফুল ফ্রি স্কলারশিপের আবেদন শুরু

নূর নিউজ

বছরের শুরুতেই গাজায় বিমান হামলা চালালো ইসরাইল

নূর নিউজ