কাতারে ধর্ম মন্ত্রণালয়ের উদ্যোগে বাংলা ভাষায় ইসলামী আলোচনা, প্রবাসীদের মাঝে আনন্দঘন পরিবেশ

সুফিয়ান ফারাবী
প্রতিবেদক

মধ্যপ্রাচ্যের অন্যতম প্রাকৃতিক সম্পদশালী রাষ্ট্র কাতারে রাষ্ট্রীয়ভাবে মাহে রামাদান উপলক্ষে ধর্মীয় আলোচনার অনুষ্ঠান সম্প্রচারিত হচ্ছে। কাতার আওকাফের উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানটি সম্প্রচারিত হচ্ছে সর্বমোট ৯ টি ভাষায়।

পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে কাতারে বসবাসরত ইসলামী স্কলারদের আলোচনার মধ্য দিয়ে পবিত্র মাহে রামাদান ও ইসলাম ধর্মের গুরুত্বপূর্ণ বিভিন্ন বিষয় উঠে আসছে।

ধর্ম মন্ত্রণালয় থেকে সুনির্দিষ্ট ৯ টি ভাষার একটি বাংলা ভাষা। বাংলা ভাষার অনুষ্ঠানে ধর্মীয় আলোচক হিসেবে নিযুক্ত হয়েছেন কাতার ধর্মমন্ত্রনালয়ের ইমাম মাওলানা ইউসুফ নূর। কাতারে বসবাসরত তিনি একমাত্র বাংলাদেশী ইমাম যাকে কাতার ধর্ম মন্ত্রণালয়ের পক্ষ থেকে বাংলা ভাষার জন্য দায়ী হিসেবে নিযুক্ত করা হয়েছে।

প্রথম রমাদান থেকে অন্যান্য ভাষার ন্যায় বাংলা ভাষাতেও ধর্মীয় আলোচনা পরিবেশিত হচ্ছে মাওলানা ইউসুফ নূরের আলোচনার মধ্য দিয়ে।

কাতারে বসবাসরত বিভিন্ন ভাষাভাষীর মানুষদের পবিত্র মাহে রমাদানে ধর্মীয় আলোচনা পৌঁছে দেয়ার জন্য কাতার ধর্ম মন্ত্রণালয় পক্ষ থেকে এই উদ্যোগ নেয়া হয়েছে। নয়টি ভাষার জন্য ৯ জন অভিজ্ঞ আলোচক নির্ধারিত করায় স্থানীয় প্রবাসীদের মাঝে আনন্দঘন পরিবেশ বিরাজ করছে। ভিনদেশে বসে মাতৃভাষায় ধর্মীয় আলোচনা শোনার সুযোগ পেয়ে আনন্দে উল্লসিত তারা।

বাংলা ভাষার দায়িত্বপ্রাপ্ত ধর্মীয় আলোচনা কাতার ধর্ম মন্ত্রণালয়ের ইমাম মাওলানা ইউসুফ বলেন, কাতার সরকারের এমন উদ্যোগে আমরা আনন্দিত এবং উল্লাসিত। আশাকরি এই রামাদানে প্রবাসীদের উপকার হবে এই আয়োজনের মধ্য দিয়ে। এজন্য আমি ব্যক্তিগতভাবে কাতার ধর্ম মন্ত্রণালয়কে ধন্যবাদ জানাচ্ছি। এছাড়া আমাকে দায়িত্ব দেয়ায় কাতার ধর্ম মন্ত্রণালয়ের কর্মকর্তাদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। আশা করছি এসব আলোচনার মধ্য দিয়ে প্রবাসীরা উপকৃত হবেন।

এ জাতীয় আরো সংবাদ

পবিত্র নগরী মদিনা মুনাওয়ারাকে করোনা মুক্ত ঘোষণা

আলাউদ্দিন

তুরস্কে সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত , ১১ সেনা নিহত

আলাউদ্দিন

আমিরাতে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি নিহত

নূর নিউজ