কাতারে ‘শিক্ষার মান উন্নয়নে করণীয়’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

গতকাল রবিবার ২০ এপ্রিল কাতার ফাউন্ডেশনের আমন্ত্রণে কাতারে সফররত বিশিষ্ট শিক্ষাবিদ ইন্টারন‍্যাশনাল এডুকেশনাল কনসালটেন্ট প্রফেসর ড. জিল্লুর রহমান বিশ্বাস এর সাথে বাংলাদেশ স্কুলের অভিভাবকদের সংগঠন GUARDIAN’S কর্তৃক কাতারে বসবাসরত বাংলাদেশ কমিউনিটির শিক্ষার মান উন্নয়ন নিয়ে দোহার ম‍্যাজিষ্টিক হোটেলে একটি সেমিনার অনুষ্ঠিত হয়। GUARDIANS এর সভাপতি ইন্জিনিয়ার মোহাম্মদ সেলিমের সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ স্কুল ও কলেজের পরিচালক লেফ. কমোডর (অব) জনাব মোহাম্মদ আনোয়ার খুরশিদ। গার্ডিয়ান্স এর উপদেষ্টা জনাব মোজাম্মেল হক, Friends Unity প্রধান সমন্বয়ক জনাব মোহাম্মদ রাকিব মিলকান, স্কুল গভর্নিং বডির সদস‍্য জনাব ইন্জিনিয়ার জাহাঙ্গীর আলম ও জনাব সোহেল রানা, গার্ডিয়ান্স এর সাধারণ সম্পাদক জনাব মির্জা আসাদুজ্জামান রাসেল, যুগ্ম সম্পাদক জনাব ইন্জিনিয়ার জাকারিয়া ফেরদৌস, সহ-সভাপতি জনাব ইসমাইল মনসুর, জনাব কামাল উদ্দিন ও জনাব কামরুজ্জামান শাহীন।

সাংগঠনিক সম্পাদক জনাব হুমায়ুন আহমেদ, গার্ডিয়ান্স- এর জনাব মাহবুব আলম শিপন, জনাব ইন্জিনিয়ার জিল্লুর রহমান জনাব, শেখ ফিরোজ, জনাব আলাউদ্দিন, জনাব মোহাম্মদ মোস্তফা, জনাব আবুল হোসেন সহ গার্ডিয়ান নির্বাহী কমিটির অন‍্যান‍্য সদস‍্যবৃন্দ।

বিশিষ্ট ব‍্যক্তিদের মধ‍্যে স্কুলের সাবেক ভারপ্রাপ্ত অধ‍্যক্ষ জনাব আমিনুল হক, ব‍্যবসায়ী ও চট্রগ্রাম সমিতির সভাপতি জনাব মোস্তফা কামাল, বিশিষ্ট ব‍্যবসায়ী জাকির হোসেন বাবু ও Arabian Exchange এর CEO জনাব নুরুল কবির চৌধুরী। স্কুলের অভিভাবক ও কমিউনিটি ব‍্যক্তিত্ব জনাব আবদুল আহাদ, জনাব মোহাম্মদ আবদুর রব, জনাব ইন্জিনিয়ার সামছুদ্দোহা, জনাব ইন্জিনিয়ার মনির, জনাব ইন্জিঃ মোকাম্মেল, জনাব ইন্জিঃ রিয়াদ, জনাব সুলতান ও রাষ্ট্রদূতের সেক্রেটারি জনাব সাজ্জাদ সহ বিশিষ্ট ব‍্যক্তিবর্গ।

সভায় দুইটি বিষয়ের উপর আলোচনা হয় : ১। BMHM স্কুলের শিক্ষার মান উন্নয়নের জন‍্য আন্তর্জার্তিক কনসালটেন্ট থেকে পরামর্শ ও সুপারিশ।

২। বাংলাদেশ কমিউনিটির চাহিদা হিসেব আরেকটি ব্রিটিশ ক‍্যারিকুলামে ইংলিশ মিডিয়াম স্কুল প্রতিষ্ঠা করা।

প্রফেসর জিল্লুর রহমান বিশ্বাস দেশে ও বিশ্বের বিভিন্ন দেশে শিক্ষাপ্রতিষ্ঠান নির্মাণ, বিভিন্ন ক‍্যারিকুলাম ও মান বৃদ্ধি নিয়ে হাভার্ড, ক‍্যামব্রিজসহ বিশ্বের নামকরা প্রতিষ্ঠানে কাজ করেছেন। আমাদের নতুন শিক্ষা প্রতিষ্ঠান নির্মাণে উনার কনসালটেন্সি ফার্ম AcExcel International সর্বাত্মক সহযোগিতা এবং কাতারে সম্ভাব্যতা যাচাই করে ( স্কুল নির্মাণে এবং সম্পূর্ণ ব্রিটিশ ক‍্যারিকুলাম) একটি প্রস্তাবনা তৈরি করে দিবেন বলে আশ্বস্ত করেছেন।

এই মহান শিক্ষাবিদ কে বাংলাদেশ কমিউনিটির পক্ষ হতে আন্তরিক ধন‍্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করছি।

এ জাতীয় আরো সংবাদ

আল্লামা আহমদ শফী স্মরণে কাতারে দোয়া মাহফিল

আনসারুল হক

বিনা পারিশ্রমিকে মসজিদ পরিষ্কার করেন একদল শিক্ষার্থী

নূর নিউজ

আলনূর সেন্টারের মাসব্যাপী কুরআন শিক্ষার সমাপনী উৎসবে পুরস্কার বিতরণ

আনসারুল হক