কিয়েভে নিযুক্ত ইরানি রাষ্ট্রদূতকে প্রত্যাহারের নির্দেশ ইউক্রেনের

এবার ইরান ভীষণ চটেছে ইউক্রেন। শুক্রবার ইউক্রেনের পররাষ্ট্র মন্ত্রণালয় কিয়েভে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূতকে ডেকে কড়া প্রতিবাদ জানিয়েছে।

একই সঙ্গে ইরানকে কিয়েভ থেকে তাদের রাষ্ট্রদূত প্রত্যাহার করতে বলা হয়েছে। খবর আনাদোলুর।

ইউক্রেনে হামলায় রুশ বাহিনী ইরানের নির্মিত ড্রোন ব্যবহার করছে দাবি করে কিয়েভ ইরানের ওপর এভাবে চটেছে।

ইউক্রেনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের দাবি, রাশিয়ার সেনাবাহিনী যে ইউক্রেনে হামলায় ইরানি ড্রোন ব্যবহার করছে— এ ব্যাপারে তাদের কাছে যথেষ্ট প্রমাণ রয়েছে।

কিয়েভ বলেছে, ইউক্রেনের স্বাধীনতাবিরোধী কর্মকাণ্ডে রাশিয়াকে সহযোগিতা করা এবং ইউক্রেনের সাধারণ মানুষকে হত্যা করার কাজে ইরানের ড্রোন ব্যবহার করার জন্য তেহরানকে কড়া প্রতিবাদ জানানো হয়েছে।

এ জাতীয় আরো সংবাদ

আমরা দাঙ্গা চাই না, আমরা শান্তি চাই, ঈদের অনুষ্ঠানে মমতা বন্দ্যোপাধ্যায়

নূর নিউজ

আমরা আইসিসিকে স্বীকৃতি দিই না: ইমারতে ইসলামিয়া

আনসারুল হক

ইমরান খানকে ক্ষমতা থেকে সরানো নিয়ে যা বলল যুক্তরাষ্ট্র

নূর নিউজ