সোমবার দারুস সুন্নাহ মাদরাসা খুলনার উদ্যোগে অনুষ্ঠিত ‘সীরাতুন্নবী কনফারেন্সে’ জাতীয় ইমাম পরিষদ বাংলাদেশের সভাপতি ও ঢাকা গাউসিয়া মার্কেট জামে মসজিদের খতীব মুফতী আবদুল্লাহ ইয়াহইয়া প্রধান অতিথি হিসেবে অংশগ্রহণ করেন।
তিনি বলেন, ‘আমাদের নবীর আদর্শ শ্রেষ্ঠ। এই আদর্শ কুরআনের হুকুম অনুযায়ী নবীজীর সুন্নাহ বাস্তবায়নেই প্রতিফলিত হয়। কুরআনের হাফেজরা এই আদর্শের প্রকৃত প্রতিক।’
কনফারেন্সে দারুস সুন্নাহ মাদরাসার পরিচালক মুফতী জিহাদুল ইসলামের সভাপতিত্বে মুফতী জাকির হুসাইন, মুফতী রবিউল ইসলাম রাফে, মুফতী ইব্রাহিম খলীল, মুফতী হুমায়ূন কবীর, মুফতী আব্দুল্লাহ মুখতার, মাষ্টার আজিজুর রহমান ও মাওলানা মুজাহিদুর রহমানসহ অন্যান্য বিশিষ্ট ধর্মগুরু উপস্থিত ছিলেন।
কনফারেন্সে নববীর আদর্শ অনুসরণের গুরুত্ব ও কুরআন শিক্ষার মাধ্যমে সমাজকে নৈতিকভাবে সুসংহত করার উপর গুরুত্বারোপ করা হয়।