কুয়েতে আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় তৃতীয় বাংলাদেশি হাফেজ আবু রাহাত

কুয়েতে ১১তম আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় (ছোট গ্রুপে) তৃতীয় হয়েছে বাংলাদেশি হাফেজ আবু রাহাত। প্রতিযোগিতাটি দেশটির আমির নওয়াফ আল-আহমেদ আল-জাবের আল-সাবাহর তত্ত্বাবধানে আয়োজিত হয়।

স্থানীয় সময় বুধবার (১৯ অক্টোবর) সালওয়ার নিকটবর্তী হোটেল রেজিন্সির হল রুমে অনুষ্ঠিত বর্ণাঢ্য অনুষ্ঠানে তিন ক্যাটাগরির চূড়ান্ত বিজয়ীদের নাম ঘোষণা করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন- কুয়েতের শিক্ষা ও ইসলামিক বিষয়ক মন্ত্রী আব্দুল আজিজ মাজিদ, বিভিন্ন রাষ্ট্রে বিচারকের দায়িত্বপালনকারী মিশরের ড. ফুয়াদ আব্দুল মাজিদ, মিশরের বিশ্ববিখ্যাত কারী শায়েখ ড. জিবরিল, দুবাইয়ে অনুষ্ঠিত বিশ্ব কোরআন প্রতিযোগিতার উপস্থাপক শায়েখ যায়েদসহ আরো অনেকে।

জানা যায়, হাফেজ আবু রাহাতের বাড়ি সিরাজগঞ্জে। তার বাবার নাম রমজান আলী। সে শায়েখ নেছার আহমাদ আন নাছিরী প্রতিষ্ঠিত রাজধানী ঢাকার যাত্রবাড়ীতে অবস্থিত মারকাজুত তাহফিজ ইন্টারন্যাশনাল মাদরাসার শিক্ষার্থী।

কুয়েতে ১১তম আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় ছোটদের গ্রুপে প্রথম স্থান অধিকার করেছেন কেনিয়ার আবদুর রহমান মুসা আবদুল্লাহ। দ্বিতীয়স্থান অধিকার করেছেন গানার আবদুস সামাদ আদম। তৃতীয়স্থান অর্জন করেছেন বাংলাদেশের আবু রাহাত। চতুর্থস্থান অধিকার করেছেন আলজেরিয়ার মুহাম্মদ আবদুর রউফ। পঞ্চম স্থান অর্জন করেছেন লিবিয়ার আবদুর রাজ্জাক আহমাদ।

এ জাতীয় আরো সংবাদ

জাতির উদ্দেশে প্রধানমন্ত্রীর ভাষণের পূর্ণ বিবরণ

নূর নিউজ

১০ জেলার বন্যার্তদের মাঝে চরমোনাই পীরের হাদিয়া বিতরণ

নূর নিউজ

কক্সবাজার ও ফটিকছড়ি মাদ্রাসায় হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে: মুফতি মুহাম্মদ ওয়াক্কাস

আনসারুল হক