ক্রেন উল্টে ঢাকা-ময়মনসিংহে রেল চলাচল বন্ধ

গাজীপুরের শ্রীপুরের সাতখামাইর রেলস্টেশনে লাইনের স্লিপার আনলোড করার সময় রেললাইনে ক্রেন উল্টে যাওয়ায় ঢাকা-ময়মনসিংহে ট্রেন চলাচল বন্ধ রয়েছে।

বৃহস্পতিবার সকাল ৯টার দিকে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন শ্রীপুর রেলওয়ে স্টেশনের মাস্টার হারুন অর রশিদ।

তিনি জানান, বৃহস্পতিবার সকাল ৯টার দিকে রেললাইন মেরামতের জন্য আনা স্লিপার আনলোড কাজে ব্যবহৃত একটি ক্রেন উল্টে যায়। এতে ঢাকা-ময়মনসিংহ লাইনে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। দ্রুতই ক্রেন সরিয়ে ঢাকা-ময়মনসিংহ লাইনে ট্রেন চলাচল স্বাভাবিক করতে উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।

এদিকে ময়মনসিংহগামী তিস্তা এক্সপ্রেস শ্রীপুর স্টেশনে ও ঢাকাগামী কমিউটার কাওরাইদের দিকে যাত্রাবিরতি করছে বলে জানান তিনি।

এ জাতীয় আরো সংবাদ

মাঙ্কিপক্স : সব বন্দরে স্বাস্থ্য অধিদপ্তরের সতর্কতা

নূর নিউজ

মানবতাবিরোধী অপরাধের দায়ে শেখ হাসিনার বিচার হবে : প্রধান উপদেষ্টা

আনসারুল হক

সজীব গ্রুপের চেয়ারম্যান ও এমডিসহ আটক ৮

আনসারুল হক