খতমে নবুওয়তের ঢাকা মহানগর ৭নং জোনের কমিটি গঠন

আজ ৩০ জুলাই ২০২২ ইং (শনিবার) সাভারস্থ অন্ধ মার্কেটে বিকেল ৩টায় সাভার, আশুলিয়া ও ধামরাইয়ের এক উলামা ও প্রতিনিধি সম্মেলনে সাভার উপজেলা উলামা পরিষদ এর মহাসচিব, আনন্দপুর মাদরাসার শাইখুল হাদীস আল্লামা আলী আযমকে সভাপতি ও ধামরাই ইসলামপুর মাদরাসার শাইখুল হাদীস আল্লামা মাহফুজুর রহমানকে সেক্রেটারি করে ১৪১ সদস্য বিশিষ্ট ঢাকা মহানগর ৭নং জোন কমিটি গঠন করা হয়।

সম্মেলনে সাভার উপজেলা উলামা পরিষদ এর সভাপতি আল্লামা ইউসুফ সাদিক হক্কানি এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন সংগঠনের মহাসচিব আল্লামা মুহিউদ্দীন রাব্বানী। তিনি তার বক্তব্যে বলেন, বর্তমানে কাদিয়ানীদের আস্ফালন অনেক বেড়ে গেছে। তারা অনলাইন মিডিয়ার কল্যাণে তাদের মিথ্যা দাবি-দাওয়া প্রচার করে সাধারন মানুষকে বিভ্রান্ত করছে। তাদের সকল অপপ্রয়াস বন্ধ করতে আলেমদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। সেই লক্ষ বাস্তবায়ন করার জন্যই আজ আমরা সারাদেশব্যাপী তাহাফফুজে খতমে নবুওয়াত বাংলাদেশের কমিটিগুলো পুনর্গঠন করছি। আজ ঢাকা মহানগর ৭নং জোনের যেই কমিটি গঠন করা হলো, আমি তাদের উত্তরোত্তর কল্যাণ কামনা করছি। আল্লাহ তাদের কাজ সহজ করুন, কবুল করুন, আমীন

তিনি আরো বলেন, কাদিয়ানীরা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সর্বশেষ নবী বলে বিশ্বাস করে না। তারা পাঞ্জাবের গোলাম আহমদ নামক এক নরাধম কে নবী বলে মানে। গোলাম আহমদ কাদিয়ানী এবং তার পুর্ব পুরুষরা ইংরেজ সাম্রাজ্যবাদের দালাল ছিল। বর্তমানে কাদিয়ানী সম্প্রদায় ইংরেজদের নীলনকশা বাস্তবায়নে কাজ করে চলেছে। রাসুল সা.-এর পর যে কোনো ব্যক্তি যে অর্থেই নবুওয়াত দাবি করুক না কেন সে কাফের। নবুওয়াতের কোনো ধরন বা প্রকার নেই -যেমনটি কাদিয়ানিরা বলে থাকে। তারা জিল্লি নবী, বুরুজি নবী, উম্মতি নবী ইত্যাদি প্রকার উদ্ভব করেছে। আজ তারা উম্মাহকে ধোঁকায় ফেলে বিভ্রান্ত করার অপপ্রয়াস চালাচ্ছে। স্পষ্ট কথা, কুরআন, হাদীস ও মুসলিম উম্মাহর সর্বসম্মত মতে কাদিয়ানীরা অমুসলিম, কাফির সম্প্রদায়। তিনি মসজিদে মসজিদে জুমার খুতবায় কাদিয়ানীদের ভ্রান্ত মতবাদের ব্যাপারে সাধারণ জনগণকে সচেতন করার প্রতি খতীবদের প্রতি উদাত্ত আহ্বান জানান।

এ সময় মুফতী মাহফুজ হায়দার ও মুফতী আলী আকরাম এর এর সঞ্চালনায় স্বাগত বক্তব্য বক্তব্য রাখেন, সাভার উপজেলা উলামা পরিষদ এর মহাসচিব মাওলানা আলী আযম। এছাড়া আরো বক্তব্য রাখেন, ধামরাই ইমাম পরিষদের সভাপতি মুফতী আশরাফ আলী, জামিয়া শরিফিয়া ধামরাই মাদরাসার মুহতামিম মুফতী আবুল হুসাইন, সাভার উপজেলা উলামা পরিষদ এর সহ সভাপতি মাওলানা রফিকুল ইসলাম সরদার প্রমূখ।

সম্মেলনে বক্তাগণ বলেন, তাহাফফুজে খতমে নবুওয়তের আমির আল্লামা ইয়াহয়া ও মহাসচিব আল্লামা মুহিউদ্দীন রাব্বানী এর ডাকে সারা দিয়ে আজ আমরা ঢাকা মহানগর ৭নং জোন কমিটি গঠন করেছি। হজরতদ্বয়ের নেতৃত্বে সাভার, আশুলিয়া ও ধামরাইয়ের উলামায়ে কেরাম তাহাফফুজে খতমে নবুওতের ব্যনারে ঐক্যবদ্ধ হয়ে কাজ করবে ইনশাআল্লাহ। আমরা অতীতেও ইসলামের জন্য রক্ত দিয়েছি। ভবিষ্যতেও কাদিয়ানী সম্প্রদায়কে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণার দাবি আদায়ের জন্য রাজপথে বুকের তাজা রক্ত ঢেলে দিবো।

এছাড়া আগামীকাল ১ আগষ্ট ২০২২ ইং (রোববার) জামিয়া ইসলামিয়া মাখজানুল উলুম খিলগাঁও এ তাহাফফুজে খতমে নবুওয়ত বাংলাদেশ এর উদ্যোগে আয়োজিত “আক্বিদায়ে খতমে নবুওয়ত ও রদ্দে কাদিয়ানীয়্যাত বিষয়ক কর্মশালায়” অংশগ্রহণ করার জন্য প্রোগ্রাম থেকে আলেম-উলামা ও ইমামদের প্রতি আহ্বান জানানো হয়।

পরিশেষে সাভার উপজেলা উলামা পরিষদ এর সভাপতি আল্লামা ইউসুফ সাদিক হক্কানি সাহেবের দু’আর মাধ্যমে প্রোগ্রাম সমাপ্ত হয়।

এ জাতীয় আরো সংবাদ

২০২০ সালে আরব আমিরাতে ৩,১৮৪ জনের ইসলাম গ্রহণ

আনসারুল হক

বাংলাদেশ কুরআনের উর্বর ভূমি: ধর্ম উপদেষ্টা

আনসারুল হক

জুতার ওপর দাঁড়িয়ে জানাজা নামাজ পড়া যাবে?

নূর নিউজ