খালেদা জিয়ার অসুস্থতার জন্য দায়ী বিএনপি : ওবায়দুল কাদের

খালেদা জিয়ার অসুস্থতার জন্য বিএনপিই দায়ী বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের৷

তিনি বলেন, খালেদা জিয়ার অসুস্থতার জন্য বিএনপি দায়ী। কারণ তারা খালেদা জিয়ার চিকিৎসা নিয়ে রাজনীতি করছে। তবে তার চিকিৎসার বিষয়টি সরকার পর্যবেক্ষণ করছে।

সোমবার (২৯ নভেম্বর) নবাবগঞ্জ পার্কে ঢাকা দক্ষিণ আওয়ামী লীগের ২৩ নম্বর ওয়ার্ডের ইউনিট সম্মেলনের উদ্বোধন করে এ কথা বলেন ওবায়দুল কাদের।

সেতুমন্ত্রী বলেন, বিএনপি নেতারা খালেদা জিয়াকে নিয়ে মায়াকান্না করছে। তার স্বাস্থ্য নিয়ে ভাবতে হবে। তাকে নিয়ে রাজনীতি করা উচিত নয়। আমরা খালেদা জিয়ার মৃত্যু কামনা করি না। তিনি দ্রুত আরোগ্য লাভ করুন এটা আমরাও চাই। আমরা এমনও বলেছি প্রয়োজনে বিদেশ থেকে ডাক্তার নিয়ে আসুন। খালেদা জিয়ার বিষয়টি আমরা পর্যবেক্ষণ করছি।

ওবায়দুল কাদের বলেন, সারাদেশে উৎসবমুখর পরিবেশে ইউনিয়ন পরিষদ নির্বাচন হচ্ছে। ভোটারের উপস্থিতি সর্বকালের রেকর্ড ভেঙেছে। আন্দোলনের ডাক দিয়ে বিএনপি নেতারা মাঠে থাকে না। জনগণ এতে সাড়া দেয় না।

এ জাতীয় আরো সংবাদ

আহত আমানকে দেখতে খাবার-ফলমূলসহ হাসপাতালে প্রধানমন্ত্রীর প্রতিনিধি

নূর নিউজ

বিএনপি এখন বলে তারেক জিয়াই সব শেষ করলো, নির্বাচন করলেই ভালো হতো

নূর নিউজ

মুরাদের বিরুদ্ধে মামলা করবে বিএনপি

নূর নিউজ