‘গরীবের সম্পদ নষ্ট না করে অটো রিক্সা আমদানি, প্রস্তুত ও বিক্রি বন্ধ করুন’

 

বাংলাদেশ খেলাফত আন্দোলনের কেন্দ্রীায় সাংগঠনিক সম্পাদক মুফতি সুলতান মহিউদ্দিন আজ গণমাধ্যমে দেয়া এক বিবৃতিতে প্রশাসন কর্তৃক অটোরিক্সা বন্ধের নামে বুল্ডোজার চাপা দিয়ে ভেঙে দেয়ার ঘটনায় ক্ষোভ প্রকাশ করে বলেছেন, গরিবের রক্তে-ঘামে অর্জিত টাকায় কেনা অটো রিক্সা ভেঙ্গে চুরমার করে দেয়াই সমস্যার সমাধান নয়।
অটো রিক্সা বন্ধ করার আগে , যারা অটো রিক্সার সরঞ্জাম ও ব্যাটারি বিদেশ থেকে আমদানি করছে, দেশে প্রস্তুত করছে, দোকানে বিক্রি করছে, তাদের উপর নিষেধাজ্ঞা আরোপ করুন এবং তাদেরকে আইনের আওতায় আনা প্রয়োজন। তা না করে একজন দরিদ্র লোকের একমাত্র পুঁজি এভাবে মাটির সাথে মিশিয়ে দেয়া কিছুতেই ঠিক হচ্ছে না। এটা গরিবের প্রতি জুলুমের শামিল।

তিনি আরো বলেন, যে অটো রিক্সাগুলো গরিব তার অর্থ দিয়ে ক্রয় করে ফেলেছে তা না ভেঙ্গে আপাতত তাদের জন্য আলাদা এলাকা ও রাস্তা নির্ধারণ করে দিন। যদি সে আইন কেউ অমান্য করে তখন তাদেরকে শাস্তি দেয়া যুক্তিযুক্ত ।

এভাবে সাধারণ গরিব মানুষের একমাত্র সম্বল যার উপর তার পুরো পরিবার নির্ভরশীল, তা এভাবে মুহূর্তে ভেঙে নিশ্চিহ্ন করে দেয়াটা এবং তার বুকফাটা আর্তনাদের দৃশ্য সত্যিই দুঃখজনক ।

তিনি গরিবের ক্ষতি না হয় এবং যানজটও নিরসন হয় সে লক্ষ্যে ভেবে চিন্তে কার্যকরী সিদ্ধান্ত গ্রহণের জন্য সরকারের প্রতি আহবান জানান।

এ জাতীয় আরো সংবাদ

এবার নির্ধারিত সময়ে হচ্ছে না বিশ্ব ইজতেমা

আনসারুল হক

ফুটপাটে অসহায়দের পাশে ইবিট লিও

নূর নিউজ

কাদিয়ানীদের সালানা জলসা বন্ধে সরকারকে কার্যকরী পদক্ষেপ গ্রহণ করতে হবে

নূর নিউজ