গাজায় গুলিতে নিহত ইসরায়েলি সেনা

ফিলিস্তিনের গাজা উপত্যকায় ফিলিস্তিনি প্রতিরোধ যোদ্ধাদের হামলায় এক ইসরায়েলি সেনা নিহত হয়েছেন। ইসরায়েলি গণমাধ্যম জানিয়েছে, নাহাল ব্রিগেডের ওই সেনা বুধবার সন্ধ্যায় একজন স্নাইপারের গুলিতে প্রাণ হারান।

ইসরায়েলি সংবাদমাধ্যম ঘটনাটিকে একটি “গুরুত্বপূর্ণ নিরাপত্তা ঘটনা” হিসেবে বর্ণনা করেছে। তারা জানিয়েছে, জটিল গোলাগুলির মধ্যে এ ঘটনা ঘটে, যা দখলদার বাহিনীর জন্য কঠিন পরিস্থিতি তৈরি করেছে।

অন্যদিকে, হামাসের সামরিক শাখা আল-কাসাম ব্রিগেড দাবি করেছে, তাদের যোদ্ধারা গাজা সিটির দক্ষিণে তাল আল-হাওয়া এলাকায় আল-ইয়াসিন-১০৫ আরপিজি ব্যবহার করে দুটি ইসরায়েলি মেরকাভা ট্যাঙ্কে আঘাত হেনেছে। প্রতিরোধ আন্দোলনের দাবি, এ হামলায় ট্যাঙ্কের আরোহীরা নিহত বা আহত হয়েছেন।

এর একদিন আগে ইসরায়েলি সেনাবাহিনী গাজায় তাদের দুই সেনা নিহত হওয়ার কথা স্বীকার করেছিল। এছাড়া প্রতিরোধ যোদ্ধাদের আরেক আক্রমণে গুরুতর আহত এক সেনা পরে মারা যায় বলে জানায় দখলদার বাহিনীর মুখপাত্র। সূত্র: আল-মায়াদিন

এ জাতীয় আরো সংবাদ

ইসলাম সহাবস্থানের কথা বলে, সেই সহাবস্থানের ক্ষেত্রে ভারত একটি মডেল: ড. মহম্মদ বিন আবদুল করিম আল ঈসা

নূর নিউজ

চড় খেলেন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ

আনসারুল হক

গা’জায় অস্থায়ী বন্দর নির্মাণের ঘোষণা যুক্তরাষ্ট্রের

নূর নিউজ