গাজায় প্রবেশ করলে পুরো শহর ইসরায়েলের জন্য ‘গোরস্থান’ হবে: হামাস

গাজার স্বাধীনতাকামী সংগঠন হামাস ইসরায়েলকে সতর্ক করেছে, গাজা সিটির অভ্যন্তরে আরও অগ্রসর হলে পুরো শহরটি তাদের জন্য ‘গোরস্থান’ হয়ে যাবে। ইতিমধ্যেই স্থল অভিযানে গিয়ে কয়েকজন ইসরায়েলি সেনা নিহত হয়েছে।

হামাসের সশস্ত্র শাখা আল-কাসাম ব্রিগেড এক বিবৃতিতে গাজাকে ক্ষয়িষ্ণু যুদ্ধের ময়দান হিসেবে আখ্যায়িত করেছে। হিব্রু ভাষায় প্রকাশিত বিবৃতিতে বলা হয়েছে, ইসরায়েলের সামরিক পদক্ষেপের ওপরই তাদের হাতে থাকা বন্দি ইসরায়েলিদের ভাগ্য নির্ভর করছে। হামাস যোদ্ধারা গাজা সিটির সব এলাকায় মোতায়েন রয়েছে এবং ইসরায়েলি বাহিনীকে মোকাবিলা করতে প্রস্তুত।

বিবৃতিতে আরও বলা হয়েছে, ইসরায়েলি বন্দিরা বর্তমানে শহরের বিভিন্ন স্থানে ছড়িয়ে আছে। প্রধানমন্ত্রী নেতানিয়াহু যদি তাদের হত্যা নীতি অব্যাহত রাখেন, আল-কাসাম ব্রিগেড তাদের নিরাপত্তা নিশ্চিত করবে না।

বৃহস্পতিবার ইসরায়েলি বাহিনী গাজার উত্তরাঞ্চলে আরও অগ্রসর হয়েছে। বাসিন্দারা জানিয়েছে, ট্যাংকগুলো শহরের কেন্দ্রের দিকে এগোচ্ছে, ফলে ফোন ও ইন্টারনেট পরিষেবা ব্যাহত হয়েছে। স্থানীয় স্বাস্থ্যকর্মীরা জানিয়েছেন, বিমান হামলায় নিহত অন্তত ৩৩ জনের মরদেহ আল-শিফা হাসপাতালে আনা হয়েছে।

একই দিনে দক্ষিণ গাজার রাফাহ শহরে চার ইসরায়েলি সেনা নিহত এবং তিনজন আহত হয়েছে। এছাড়া, অধিকৃত পশ্চিম তীর ও জর্ডানের সীমান্তের একটি ক্রসিংয়ে এক জর্ডানীয় নাগরিকের গুলিতে দুই ইসরায়েলি সেনা নিহত হয়েছে।

সূত্র: প্রেস টিভি

এ জাতীয় আরো সংবাদ

দীর্ঘ ১২ বছর পর সউদীতে সিরীয় পররাষ্ট্রমন্ত্রী

নূর নিউজ

তুর্কি প্রেসিডেন্ট নির্বাচন আজ

নূর নিউজ

আমেরিকান লেখকের ইসলামবিদ্বেষী মন্তব্যে পাকিস্তানি গায়কের কড়া সমালোচনা

আনসারুল হক