গাড়ি নিয়ে ঘুরতে গিয়ে ওমানে বাংলাদেশি দুই ভাইয়ের মৃত্যু

ওমানের রাজধানী মাস্কাট সিটি থেকে দুইশত কি.মি দূরে সেনেও শহরে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি দুই ভাইয়ের মৃত্যু হয়েছে। সোমবার দিবাগত রাতে এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হচ্ছেন- আদিব মাহমুদ (১৫) ও জারার ফারহান (১৩)।

তাদের বাড়ি বাংলাদেশের ময়মনসিংহ জেলায়। তাদের মা তানিয়া পেশায় একজন চিকিৎসক। মায়ের কর্মস্থল সূত্রে ওমানে বসবাস করতো তারা। দুই ভাই মাস্কাটের একটি স্কুলে পড়াশোনা করতেন। এদিকে, এই দুর্ঘটনায় আরও দুই কিশোর গুরুতর আহত হয়েছে। তাদের মধ্যে একজন আশঙ্কজনকভাবে মাস্কাট খোলা হাসপাতালে চিকিৎসাধীন। মাস্কাটে অবস্থিত বাংলাদেশ দূতাবাস সূত্র জানায়, নিহত দুই সহোদর গভীর রাতে মায়ের অগোচরে অপর দুই বন্ধুর সঙ্গে ঘুরতে বের হয়েছিলেন।

সূত্রঃ Channel 24.

এ জাতীয় আরো সংবাদ

কুয়েত থেকে ভ্রমণে সোনার বার আনতে লাগবে অনুমতি

নূর নিউজ

নিউইয়র্কে সাবওয়ের ভেতরে হামলার শিকার এক প্রবাসী বাংলাদেশি

নূর নিউজ

রমজানে ৮৬০০জনকে ইফতার করিয়েছে আল নূর কালচারাল সেন্টার; ঈদ সমাবেশে মাওলানা ইউসুফ নূর

নূর নিউজ