গুয়ানতানামো বে কারাগার বন্ধ করতে চান বাইডেন : হোয়াইট হাউস

নূর নিউজ: নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন তাঁর মেয়াদ শেষ হওয়ার আগে গুয়ানতানামো বে কারাগার বন্ধ করতে চান। হোয়াইট হাউসের পক্ষ থেকে গতকাল এ তথ্য জানা গেছে। বার্তা সংস্থা এএফপির বরাত দিয়ে সংবাদ প্রকাশ করেছে ফ্রান্স২৪।

এক সংবাদ সম্মেলনে বাইডেনের আমলে এই কারাগার বন্ধের সম্ভাব্যতা নিয়ে প্রশ্ন করা হলে হোয়াইট হাউসের মুখপাত্র জেন পাসাকি বলেন, ‘নিশ্চিতভাবে এটিই আমাদের লক্ষ্য ও উদ্দেশ্য।’ জাতীয় নিরাপত্তা পরিষদের মাধ্যমে প্রশাসন এ লক্ষ্যে কাজ করছে বলেও তিনি জানান।

সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার প্রশাসনও গুয়ানতানামো বে কারাগার বন্ধ করার কথা বলেছিল। কিন্তু, কংগ্রেসের কারণে গুয়ানতানামো বন্ধ করার কাজে সফল হতে পারেননি তিনি। ওই সময়ে ভাইস প্রেসিডেন্ট ছিলেন জো বাইডেন।

সাবেক রিপাবলিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ২০১৬ সালে তাঁর নির্বাচনি প্রচারকালে গুয়ানতানামো কারাগার রেখে দেওয়ার ইচ্ছা ব্যক্ত করেন।

এ জাতীয় আরো সংবাদ

সুদানে আল-জাজিরার সাংবাদিক আটক

নূর নিউজ

শুধু গালি দিতেই পুলিশের জরুরি নাম্বারে ১২ হাজার বার কল দিলেন যুক্তরাষ্ট্রের এক নারী

নূর নিউজ

ক্ষমতা গ্রহণের পর প্রথম কাবুলে প্রবেশ করলেন মোল্লা স্তানাকজাই

নূর নিউজ