গোপালগঞ্জে এনসিপির কর্মসূচিতে সন্ত্রাসী হামলার প্রতিবাদ ইসলামী ঐক্যজোটের

গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর পূর্বঘোষিত ‘মার্চ টু গোপালগঞ্জ’ কর্মসূচিতে হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন ইসলামী ঐক্যজোট (আইওজে)-এর মহাসচিব মুফতী সাখাওয়াত হোসাইন রাজী।

আজ ১৬ জুলাই বুধবার এক বিবৃতিতে তিনি বলেন, গোপালগঞ্জ জেলায় এনসিপির পূর্বঘোষিত কর্মসূচিতে পতিত ফ্যাসিবাদের দোসররাই হামলা চালিয়েছে। এই হামলা গণতন্ত্র, মতপ্রকাশের স্বাধীনতা ও শান্তিপূর্ণ রাজনৈতিক কর্মসূচির ওপর সরাসরি আঘাত। আমরা এই ন্যাক্কারজনক স*ন্ত্রা*সী হামলার তীব্র নিন্দা জানাই এবং অতিদ্রুত সন্ত্রাসীদের গ্রেফতার ও দৃষ্টামূলক শা*স্তির দাবি জানাই।

তিনি আরও বলেন, স্বাধীন দেশের প্রতিটি ইঞ্চিতে ‘আমাদের অধিকার’, তাহলে রাজনৈতিক কর্মসূচি পালনে বাধা কেন? এই ঘটনার দায় আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও এড়াতে পারে না। হামলাস্থলে তাদের কার্যকর তৎপরতা লক্ষ করা যায়নি, যা অত্যন্ত উদ্বেগজনক।

বিবৃতিতে তিনি জোর দিয়ে বলেন, এ ধরনের দমন-পীড়ন করে এনসিপি বা ফ্যাসিবাদ বিরোধী রাজনৈতিক শক্তিতে দমিয়ে রাখা যাবে না। সরকারকে গোপালগঞ্জসহ বাংলাদেশের সর্বত্র আইন-শৃঙ্খলা রক্ষা করার ক্ষেত্রে কার্যকর ভূমিকা পালন করতে হবে।

এ জাতীয় আরো সংবাদ

কাতারে বাংলাদেশ থেকে আগত আলেমদের সম্মানে ইফতার মাহফিল

আনসারুল হক

শাপলা চত্বরে রক্ত দেয়ার মাধ্যমে ফ্যাসিষ্ট হাসিনা সরকারের পতন শুরু

আনসারুল হক

জুলাই আন্দোলনে মাদরাসা ছাত্রদের অবদান স্মরণ করলেন তারেক রহমান

আনসারুল হক