গোপালগঞ্জে এনসিপির গাড়িবহরে নিষিদ্ধ দলের হামলা, ১৪৪ ধারা জারি

গোপালগঞ্জে সমাবেশ শেষে ফেরার পথে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) গাড়িবহরে হামলা চালিয়েছে আওয়ামী লীগ ও নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতাকর্মীরা। শহরের লঞ্চঘাট এলাকায় সড়ক অবরোধ করে এ হামলা চালানো হয়। এতে পুরো শহর রণক্ষেত্রে পরিণত হয়।

বুধবার (১৬ জুলাই) বিকেল ৩টার দিকে এ ঘটনা ঘটে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গেলে আইন-শৃঙ্খলা বাহিনীর সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে হামলাকারীরা। পরিস্থিতি সামাল দিতে পুলিশ ফাঁকা গুলি ছোড়ে। সংঘর্ষ ছড়িয়ে পড়ে শহরের বিভিন্ন এলাকায়। এ সময় এনসিপির সমাবেশের মঞ্চ ভাঙচুর করে চেয়ার-টেবিলে আগুন দেওয়া হয়।

জুলাই মাসজুড়ে সারাদেশে পদযাত্রা করছে এনসিপির কেন্দ্রীয় নেতারা। আজকের কর্মসূচির অংশ হিসেবে তারা গোপালগঞ্জে লং মার্চ ও সমাবেশের আয়োজন করে।

সংঘর্ষের জেরে গোপালগঞ্জে অনির্দিষ্টকালের জন্য ১৪৪ ধারা জারি করেছে প্রশাসন।

হাআমা/

এ জাতীয় আরো সংবাদ

জীবনে যতবার বিনা টিকিটে ট্রেন ভ্রমণ করেছেন সব দেনা পরিশোধ করলেন।

নূর নিউজ

বোনকে নিয়ে স্বজনদের কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী

নূর নিউজ

কাদিয়ানীদের সহযোগী সকল কোম্পানির পণ্য বর্জন ও বয়কটের ঘোষণা

নূর নিউজ