গ্রহাণু থেকে সবচেয়ে বড় নমুনা নিয়ে ফিরল নাসার ক্যাপসুল

উৎক্ষেপণের সাত বছর পর মার্কিন মহাকাশ সংস্থা নাসার একটি মহাকাশ ক্যাপসুল নিরাপদে পৃথিবীতে ফিরে এসেছে।

গ্রহাণু থেকে সবচেয়ে বড় নমুনা নিয়ে ফিরল নাসার ক্যাপসুল

সঙ্গে নিয়ে এসেছে গ্রহাণু থেকে সংগ্রহ করা সবচেয়ে বড় নমুনা।

নাসা জানিয়েছে, গ্রহাণু থেকে বড়সড় একটি নমুনা পৃথিবীতে আনার ঘটনা এটাই প্রথম।

স্থানীয় সময় গতকাল রোববার যুক্তরাষ্ট্রের উটাহের মরুভূমিতে ক্যাপসুলটি অবতরণ করে। এই দৃশ্য নাসার পক্ষ থেকে সরাসরি সম্প্রচার করা হয়।

সরাসরি সম্প্রচার করা ভিডিওতে ধারাভাষ্যকারকে বলতে শোনা যায়, ওসিরিস-রেক্স মহাকাশযানের ক্যাপসুলটি নিরাপদে পৃথিবী ছুঁয়েছে। গ্রহাণু বেন্নু থেকে নমুনা বয়ে এনেছে এটি। এর আগে পাড়ি দিয়েছে শতকোটি মাইল।

নমুনাটি ২০২০ সালে সংগ্রহ করা হয়েছিল। নাসা জানিয়েছে, এটির ওজন প্রায় ২৫০ গ্রাম (৯ আউন্স) বলে ধারণা করা হচ্ছে।

এর আগে জাপানি মহাকাশযান গ্রহাণু থেকে সংগ্রহ করা দুটি নমুনা পৃথিবীতে নিয়ে এসেছিল। এবারের নমুনাটি সেগুলোর চেয়ে বড়।

এ জাতীয় আরো সংবাদ

জলবায়ু, ট্যাক্স ও স্বাস্থ্য বিলে সই করলেন বাইডেন

নূর নিউজ

নিউইয়র্কে মোদাসসের হত্যা; দোষীকে ধরতে পুলিশের ৩৫০০ ডলার পুরষ্কার ঘোষণা

নূর নিউজ

নোবেল পুরস্কারের জন্য মনোনীত ডোনাল্ড ট্রাম্প

আনসারুল হক