চট্টগ্রামের প্রখ্যাত আলেম মুফতি আহমাদুল্লাহ রহ.-এর ইন্তেকালে গভীর শোক

চট্টগ্রামের জামিয়া ইসলামিয়া পটিয়ার শায়খুল হাদিস ও সদরে মুহতামিম প্রখ্যাত আলেম আল্লামা হাফেজ মুফতি আহমাদুল্লাহ রহ. আজ রোববার (১৪ সেপ্টেম্বর) সকাল ৬টা ৫৫ মিনিটে চট্টগ্রাম ন্যাশনাল হাসপাতালে ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

তাঁর ইন্তেকালে দেশের ইসলামী অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। বিভিন্ন ইসলামি দল, সংগঠন ও আধ্যাত্মিক ব্যক্তিত্ব মরহুমের ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছেন।

গণমাধ্যমে প্রেরিত এক শোকবার্তায় জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সভাপতি শাইখুল হাদিস মাওলানা উবায়দুল্লাহ ফারুক ও মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী বলেন, মাওলানা আহমদ উল্লাহ রহ. ছিলেন দেশের হকপন্থী আলেম সমাজের এক উজ্জ্বল বাতিঘর। তিনি আজীবন ইলমে দ্বীন, হাদিস, তাযকিয়া ও তাকওয়ার খেদমতে নিজেকে নিয়োজিত রেখেছিলেন। তাঁর ইন্তেকালে মুসলিম উম্মাহ একজন খাঁটি দ্বীনদার আলেমকে হারালো।

একইভাবে খতমে নবুওয়াত সংরক্ষণ কমিটি বাংলাদেশের আমীর পীরে কামেল আল্লামা আব্দুল হামিদ (পীর সাহেব মধুপুর) এক শোকবার্তায় বলেন, মুফতি আহমাদুল্লাহ রহ. ছিলেন ইলমী অঙ্গনের উজ্জ্বল নক্ষত্র। তিনি ছিলেন আলেম সমাজের সম্মানিত মুরব্বি ও পথপ্রদর্শক। তাঁর ইন্তেকালে দেশবাসী একজন প্রাজ্ঞ আলেমকে হারাল।

শোকবার্তাগুলোতে মরহুমের রুহের মাগফিরাত কামনা করা হয় এবং তাঁর শোকসন্তপ্ত পরিবার, ছাত্র, অনুরাগী ও মুরিদদের প্রতি গভীর সমবেদনা জানানো হয়। একইসঙ্গে আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করা হয়— তিনি যেন মরহুমকে জান্নাতুল ফেরদৌসের উঁচু মাকাম দান করেন এবং তাঁর দীনী খেদমত কবুল করে আমাদের জন্য অনুকরণীয় করে রাখেন।

এ জাতীয় আরো সংবাদ

ভারত অন্যায়ভাবে পুশ ইন করে মানবাধিকার লঙ্ঘন করছে: জমিয়ত সভাপতি

আনসারুল হক

রোহিঙ্গা সুন্দরী নারীরা জড়িয়ে পড়ছে যৌন পেশায়

নূর নিউজ

রাষ্ট্রদ্রোহ মামলায় চিন্ময় দাসের জামিন

আনসারুল হক