চরফ্যাশনে ইসলামী যুব আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

এইচ এম হাছনাইন, ভোলা প্রতিনিধি:

ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের ৯ম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ১৭ জুলাই ২০২৫, বৃহস্পতিবার ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ ভোলা জেলা দক্ষিণ শাখার উদ্যোগে জেলা সভাপতি আবু তাহের সিকদারের সভাপতিত্বে প্রতিষ্ঠাবার্ষিকী সমাবেশ ও শোভাযাত্রার আয়োজন করা হয়। স্থানীয় জনসাধারণ ও দলীয় নেতাকর্মীদের বিপুল উপস্থিতিতে দিনব্যাপী কর্মসূচি উৎসবমুখর পরিবেশে পালিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ কেন্দ্রীয় সভাপতি ইঞ্জিনিয়ার আতিকুর রহমান মুজাহিদ।

প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন মোঃ রফিক ইসলাম, সাংগঠনিক সম্পাদক, ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ বরিশাল বিভাগ।

প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত (চরফ্যাশন-মনপুরা) ভোলা-৪ আসনের প্রার্থী আলহাজ্ব অধ্যাপক মাওলানা কামাল উদ্দিন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ ভোলা জেলা দক্ষিণ শাখার প্রধান উপদেষ্টা ও কেন্দ্রীয় শূরা সদস্য আলহাজ আলাউদ্দিন তালুকদার, সভাপতি আলহাজ মুফতি নূর উদ্দিন, সেক্রেটারি মাওলানা মোঃ আব্বাস উদ্দিন, ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ ভোলা জেলা দক্ষিণ শাখার সেক্রেটারি মাওলানা মোঃ আব্দুল কাইয়ুম, জাতীয় শিক্ষক ফোরাম ভোলা জেলা দক্ষিণ শাখার সভাপতি প্রভাষক মাওলানা মহিউদ্দিন, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ ভোলা জেলা দক্ষিণ শাখার সভাপতি আলী আজগর।

নেতৃবৃন্দ তাদের বক্তব্যে বলেন, ‘ইসলামী যুব আন্দোলন কেবল একটি সংগঠন নয়, এটি আদর্শিক সংগ্রামের নাম। দেশের প্রজন্মকে কুরআন-সুন্নাহভিত্তিক সমাজ গঠনের পথে পরিচালিত করাই আমাদের মূল লক্ষ্য।’

সমাবেশকে কেন্দ্র করে আয়োজিত মোটরসাইকেল শোভাযাত্রা (হন্ডা শোডাউন) ছিলো স্মরণকালের অন্যতম বৃহৎ আয়োজন। শত শত মোটরসাইকেল নিয়ে দলীয় কর্মীরা শৃঙ্খলাবদ্ধভাবে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পুরো শহরে সৃষ্টি হয় উৎসবমুখর পরিবেশ।

এই সমাবেশ আনুষ্ঠানিকভাবে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম পীর সাহেব চরমোনাই মনোনীত হাতপাখা প্রতীকের প্রার্থী হিসেবে অধ্যাপক মাওলানা কামাল উদ্দিন-কে চরফ্যাশন-মনপুরা ভোলা-৪ আসনে প্রার্থী ঘোষণা করা হয়। ঘোষণার সঙ্গে সঙ্গেই জনতা উচ্ছ্বাসে ফেটে পড়ে এবং ব্যাপক সাড়া পড়ে যায় এলাকায়।

বক্তব্য, দোয়া ও শোভাযাত্রার মধ্য দিয়ে অনুষ্ঠান সম্পন্ন হয়। আয়োজকরা জানান, এই প্রতিষ্ঠাবার্ষিকী ছিল নতুন উদ্দীপনার সূচনা এবং আগামীর পথচলার দৃঢ় অঙ্গীকার।

এ জাতীয় আরো সংবাদ

খালেদা জিয়ার কিছু হলে দায়ভার সরকারকেই নিতে হবে

নূর নিউজ

স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় নবীন আলেমদের অগ্রণী ভূমিকা রাখতে হবে, আল্লামা রাব্বানী

নূর নিউজ

জাতিসংঘের মানবাধিকার কার্যালয় ঢাকায় স্থাপনের সিদ্ধান্ত সার্বভৌমত্বের জন্য হুমকি: জমিয়ত

আনসারুল হক