চরমোনাই মাদরাসায় সফর করলেন তাবলীগের আফগান প্রতিনিধি দল

গতকাল সোমবার দুপুরে আসন্ন বিশ্ব ইজতেমা ২য় পর্বে অংশ নিতে আসা আফগান তাবলীগ জামাতের প্রতিনিধি দল বরিশালের চরমোনাই মারাসায় সফর করেন। তখন চরমোনাই পীর সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম, নায়বে আমীর মাওলানা সৈয়ূ্দ ফয়জুল করিম, চরমোনাই ইউপি চেয়ারম্যান ও বাংলাদেশ কুরআন শিক্ষা বোর্ডের পরিচালক সৈয়দ মুহাম্মদ আবুল খয়ের তাদের ইস্তেকবাল করেন।

প্রতিনিধি দলে তাবলীগ জামাত আফগানিস্তানের আমীর মাওলানা কারী আগাহ মুহাম্মদ খান, কাবুলের খতমে নবুওয়াত মাদরাসার মুহতামিম বিশিষ্ট আআলেম ও সাবেক সংসদ মাওলানা নুর আলী খান, বাংলাদেশ তাবলীগ জামাতের মুরুব্বি মাওলানা আব্দুল্লাহ মনসুর, কাকরাইল মসজিদের ইমাম মাওলানা আনাস বিন মুজাম্মেলসহ আরব ও আফগানের মেহমানরা উপস্থিত ছিলেন।

মেহমানরা চরমোনাই মাদরাসার ছাত্র শিক্ষকদের সাথে মতবিনয়ম করেন ও এবং চরমোনাই পীর সাহেবদের আফগান সফরের দাওয়াত প্রদান করেন। পরে তাবলীগের আফগান আমীর আগাম মুহাম্মদ খান চরমোনাই মাদরাসার ছাত্র, শিক্ষক ও মুসল্লীদের সামনে দীর্ঘ কথা বলেন।

এ জাতীয় আরো সংবাদ

দিল্লিতে করোনার প্রকোপ, দারুল উলুম দেওবন্দে ফের বিধিনিষেধ জারি

নূর নিউজ

অসুস্থ ব্যক্তিকে যে দোয়া পড়ে ফুঁ দিতেন নবীজি সা.

নূর নিউজ

স্পেনে ‘সিরাতে মুস্তাকিমে’র মতবিনিময় সভা অনুষ্ঠিত

নূর নিউজ