চাঁদপুরে বিশিষ্ট আলেম মাওলানা নুরুর রহমানের উপর সন্ত্রাসী হামলার নিন্দা ও শাস্তির দাবি

চাঁদপুর শহরের প্রফেসর পাড়া মোল্লাবাড়ি জামে মসজিদে জুমার নামাজের সময় এক ভয়াবহ সন্ত্রাসী হামলার শিকার হয়েছেন দেশের প্রখ্যাত আলেমে দ্বীন, শাহতলী আলিয়া ও হাজীগঞ্জ আলিয়া মাদরাসার সাবেক মুহাদ্দিস, আলহাজ্ব মাওলানা নুরুর রহমান আল মাদানী (দা.বা.)।

শুক্রবার (১১ জুলাই) জুমার নামাজ চলাকালে কুখ্যাত সন্ত্রাসী বিল্লাল ধারালো অস্ত্র নিয়ে অতর্কিতভাবে তার ওপর হামলা চালায়। এতে হুজুর গুরুতর আহত হন। তাৎক্ষণিকভাবে মসজিদের মুসল্লিরা হামলাকারীকে ধরে ফেলে এবং আটক করেন।

আহত আলেমকে দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে তার শারীরিক অবস্থা সম্পর্কে বিস্তারিত কিছু জানা যায়নি।

ঘটনার পর থেকে চাঁদপুরসহ দেশের ধর্মপ্রাণ মানুষদের মধ্যে চরম ক্ষোভ ও উদ্বেগ ছড়িয়ে পড়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয়েছে প্রতিবাদ ও নিন্দার ঝড়।

ঢাকাস্থ চাঁদপুর উলামা পরিষদ এই জঘন্য হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে।

সংগঠনের পক্ষ থেকে আহ্বায়ক মাওলানা সানাউল্লাহ ও সদস্য সচিব মুফতি নেয়ামতুল্লাহ আমিন বলেন, ‘এ হামলা শুধু একজন আলেমের ওপর নয়, এটা ইসলাম ও ধর্মীয় অনুভূতির ওপর সরাসরি আঘাত। আমরা অবিলম্বে হামলাকারী বিল্লালের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।’

সংশ্লিষ্ট প্রশাসনের প্রতি আহ্বান জানানো হয়েছে যেন বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখে এবং দেশের শ্রদ্ধাভাজন আলেমদের নিরাপত্তা নিশ্চিত করে।

এ জাতীয় আরো সংবাদ

ঈদ উপলক্ষে ট্রেনের অগ্রীম টিকিট বিক্রি শুরু

নূর নিউজ

ফয়জুল করীমের মেয়ের বিয়েতে রাজনীতিকদের মিলনমেলা

নূর নিউজ

হেফাজতের সহকারী মহাসচিব আল্লামা খুরশিদ আলম কাসেমী গ্রেপ্তার

আনসারুল হক