চীনা ভয়ংকর ক্ষেপণাস্ত্র এখন ইরানের হাতে, তেলের বিনিময়ে চুক্তি!

চীনের তৈরি আধুনিক ভূমি-থেকে-আকাশ ক্ষেপণাস্ত্র ব্যবস্থা HQ-9B এখন ইরানের হাতে। মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম মিডল ইস্ট আই জানায়, ইরান-ইসরায়েলের মধ্যে ১২ দিনের যুদ্ধ শেষে ২৪ জুন যে যুদ্ধবিরতি কার্যকর হয়, তার ঠিক পরপরই এই ক্ষেপণাস্ত্র ব্যবস্থা ইরানে পৌঁছায়।

আরব গোয়েন্দা সূত্রের বরাতে প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলি হামলায় ধ্বংস হওয়া প্রতিরক্ষা অবকাঠামো দ্রুত পুনর্গঠনের উদ্দেশ্যেই তেহরান এই পদক্ষেপ নেয়। যদিও চীন সরাসরি এই সংঘাতে জড়িত ছিল না, তবুও অস্ত্র সরবরাহের মাধ্যমে ইরান-চীন সামরিক সহযোগিতার গভীরতা প্রকাশ পেয়েছে।

এক আরব কর্মকর্তা জানান, যুক্তরাষ্ট্রের মিত্ররা বিষয়টি সম্পর্কে অবগত এবং হোয়াইট হাউসকে সতর্ক করা হয়েছে। যদিও ঠিক কত ইউনিট HQ-9B সিস্টেম ইরান পেয়েছে তা স্পষ্ট নয়, তবে ধারণা করা হচ্ছে, তেলের বিনিময়ে এই সামরিক চুক্তি সম্পন্ন হয়েছে।

চীন ও ইরানের সামরিক সম্পর্ক নতুন নয়। ১৯৮০-এর দশকের শেষ দিকে উত্তর কোরিয়ার মাধ্যমে চীন থেকে HY-2 ‘সিল্কওয়ার্ম’ ক্রুজ মিসাইল সংগ্রহ করে ইরান, যা ইরাক যুদ্ধ চলাকালীন কুয়েত ও একটি মার্কিন পতাকাবাহী ট্যাঙ্কারে ব্যবহার করা হয়েছিল।

বর্তমানে তেহরান ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সঙ্গে উত্তেজনার মধ্যে নিজস্ব প্রতিরক্ষা সক্ষমতা বাড়ানোকে কৌশলগত অগ্রাধিকার হিসেবে দেখছে। HQ-9B ক্ষেপণাস্ত্র ব্যবস্থা এই লক্ষ্য পূরণে একটি গুরুত্বপূর্ণ সংযোজন বলে মনে করছেন বিশ্লেষকরা।

এ জাতীয় আরো সংবাদ

ভারতে প্রথম মুসলিম নারী ফাইটার পাইলট সানিয়া মির্জা

নূর নিউজ

তুষারে ঢাকল সৌদির তাবুক পাহাড়

নূর নিউজ

মিয়ানমারে ফিরতে চাওয়ায় খুন করা হয় মহিবুল্লাহকে

নূর নিউজ