চীনের ৮ অ্যাপ নিষিদ্ধ করলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক: চীনের আটটি অ্যাপের সঙ্গে লেনদেন নিষিদ্ধ করে নির্বাহী আদেশে স্বাক্ষর করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প। এর মধ্যে রয়েছে জনপ্রিয় অ্যাপ আলিপে, কিউ কিউ ওয়ালেট এবং উইচ্যাট পে’র মতো অ্যাপ। এ খবর দিয়েছে অনলাইন বিবিসি।

এতে আরো বলা হয়, ট্রাম্পের এই আদেশ কার্যকর হতে সময় নেবে ৪৫ দিন। আদেশে বলা হয়েছে, অ্যাপগুলো যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তার জন্য হুমকি। এ ছাড়া যুক্তরাষ্ট্রের ফেডারেল কর্মচারীদের ট্র্যাক করতে এবং এ বিষয়ে গোপন তথ্যভান্ডার গড়ে তোলা হতে পারে এর মাধ্যমে।

এই নিষেধাজ্ঞার মধ্যে রয়েছে টেনসেন্ট কিউ কিউ, ক্যামস্ক্যানার, শেয়ারইট, ভিমেট এবং ডব্লিউপিএস অফিসও। এখানে উল্লেখ্য, এসব নিষেধাজ্ঞা কার্যকর হচ্ছে ট্রাম্প হোয়াইট হাউজ ছাড়ার পর।

এ জাতীয় আরো সংবাদ

গাজাবাসী নিজ ভূখণ্ড ছাড়বে না: মাহমুদ আব্বাস

নূর নিউজ

ঈদুল আজহা উপলক্ষে ৯৮৮ বন্দী মুক্তি দিচ্ছে আরব আমিরাত

নূর নিউজ

ক্যানসার রোগীর মৃত্যু ক্যানসারে হয় না, চাঞ্চল্যকর দাবি গবেষকের

নূর নিউজ