ইউক্রেন যুদ্ধ থামাতে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে চাপে ফেলতে চীন ও ভারতের ওপর সর্বোচ্চ ১০০ শতাংশ শুল্ক আরোপের আহ্বান জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) কর্মকর্তাদের সঙ্গে আলোচনার সময় তিনি এ প্রস্তাব দেন। আলোচনায় মূলত রাশিয়ার ওপর আরও অর্থনৈতিক চাপ সৃষ্টির বিকল্প নিয়ে আলোচনা হয়। বিষয়টি নিশ্চিত করেছে আলোচনায় জড়িত ঘনিষ্ঠ একটি সূত্র, যা ব্রিটিশ গণমাধ্যম বিবিসিকে তথ্য দিয়েছে।
ট্রাম্প বর্তমানে রাশিয়া-ইউক্রেনের মধ্যে শান্তিচুক্তি আনার চেষ্টা করলেও তা বড় ধরনের বাধার মুখে পড়েছে। বরং ইউক্রেনে রাশিয়ার হামলা আরও তীব্র হচ্ছে। এমন পরিস্থিতিতে রাশিয়াকে যুদ্ধ বন্ধে বাধ্য করার কৌশল হিসেবেই ইইউকে এ পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তিনি।
আলাদা করে সাংবাদিকদের ট্রাম্প জানান, তিনি এ সপ্তাহেই বা আগামী সপ্তাহের শুরুতে পুতিনের সঙ্গে ফোনালাপ করবেন।
প্রসঙ্গত, চীন ও ভারত রাশিয়ার প্রধান তেল আমদানিকারক দেশ, যা রুশ অর্থনীতিকে সচল রাখছে। গত মাসে যুক্তরাষ্ট্র ভারতীয় পণ্যের ওপর ৫০ শতাংশ শুল্ক আরোপ করে, যার মধ্যে রাশিয়ার কাছ থেকে তেল কেনার শাস্তি হিসেবে ২৫ শতাংশ অতিরিক্ত জরিমানা অন্তর্ভুক্ত ছিল।
যদিও ইইউ জানিয়েছে, তারা রুশ জ্বালানির ওপর নির্ভরতা কমাবে, তবুও বর্তমানে তাদের প্রাকৃতিক গ্যাস আমদানির প্রায় ১৯ শতাংশ রাশিয়া থেকে আসে।
বিশ্লেষকদের মতে, চীন ও ভারতের ওপর যদি ইইউ এই শুল্ক আরোপ করে, তবে রাশিয়াকে আলাদা করার কৌশলে এটি হবে একটি নতুন মোড়—যেখানে এতদিন নিষেধাজ্ঞার মধ্যেই সীমাবদ্ধ ছিল পশ্চিমা চাপ।
সূত্র: বিবিসি