জাতীয় পার্টিসহ ১৪ দলীয় জোটকে নিষিদ্ধের দাবিতে একমত ৩০ দলের নেতারা

জাতীয় পার্টির কার্যক্রম নিষিদ্ধসহ তিন দফা দাবিতে রাজধানীর শাহবাগে সংহতি সমাবেশ করেছে গণঅধিকার পরিষদ। এতে বিএনপি, জামায়াত, ইসলামী আন্দোলন, জেএসডি, খেলাফত মজলিস, বিপ্লবী ওয়ার্কার্স পার্টি, গণসংহতি আন্দোলন, এবি পার্টিসহ ফ্যাসিবাদ বিরোধী অন্তত ৩০টি রাজনৈতিক দল সংহতি জানায়।

শুক্রবার বিকেলে জাতীয় জাদুঘরের সামনে অনুষ্ঠিত এ সমাবেশে বক্তারা অভিযোগ করেন, আওয়ামী লীগ গণতন্ত্র ধ্বংস করেছে এবং তাদের দোসর জাতীয় পার্টিসহ ১৪ দল শেখ হাসিনাকে স্বৈরাচার হতে সহযোগিতা করেছে। এত অপরাধের পরও জাতীয় পার্টি আবারও ষড়যন্ত্রে লিপ্ত বলে দাবি করে তারা দলটিকে অবিলম্বে নিষিদ্ধ করার আহ্বান জানান।

গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের ওপর হামলা, জাতীয় পার্টি ও ১৪ দলের বিচার, নিবন্ধন বাতিল এবং স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবিতে এই কর্মসূচি আয়োজন করা হয়। সমাবেশে বক্তারা বলেন, নূরের ওপর হামলা শুধু একজন নেতার ওপর নয়, বরং দেশের গণতন্ত্র ও ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের ওপর হামলা।

বিএনপির যুগ্ম মহাসচিব হাবিব-উন নবী খান সোহেল বলেন, শেখ হাসিনার রাজনীতি এখন “চ্যাপ্টার ক্লোজড”। জাতীয় পার্টিকে ভর করে তাকে আবার ফিরিয়ে আনার চেষ্টা চলছে, যা কোনোভাবেই সম্ভব নয়।

জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল এডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের বলেন, “জাতীয় পার্টি ও ১৪ দলীয় জোটকে রাজনীতি করার সুযোগ দেওয়া যাবে না। দেশবাসী মুক্ত বাংলাদেশ দেখতে চায়।”

গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান বলেন, সেনাবাহিনী ও পুলিশের কিছু সদস্য নূরের ওপর হামলায় জড়িত। তাদের বিচার না হলে সচিবালয় ঘেরাও কর্মসূচি দেওয়া হবে।

সমাবেশে বিএনপি, জামায়াত, এনসিপি, খেলাফত মজলিস, ইসলামী আন্দোলন, জেএসডি, এবি পার্টি, লেবার পার্টি, হেফাজতে ইসলাম, জাগপা, নেজামে ইসলাম পার্টি, গণসংহতি আন্দোলনসহ বিভিন্ন দলের শীর্ষ নেতারা বক্তব্য রাখেন। তারা ফ্যাসিবাদ প্রতিরোধে ঐক্য মজবুত করার এবং জাতীয় পার্টি ও ১৪ দলীয় জোটকে অবিলম্বে নিষিদ্ধ করার দাবি জানান।

এ জাতীয় আরো সংবাদ

নির্বাচন ঘিরে বিএনপির নতুন কর্মসূচি

নূর নিউজ

সোনার দামে রেকর্ড, ভরি ১ লাখ ১২ হাজার ৯০৮ টাকা

নূর নিউজ

ফেসবুকে মহানবীকে (সা.)-কে নিয়ে কটুক্তি, ছাত্রলীগ নেতা আটক

আনসারুল হক