জাতীয় পার্টি ফ্যাসিবাদকে সমর্থন করেছে, বিচার হতে হবে: রিজভী

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী অভিযোগ করেছেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমলে প্রতিষ্ঠিত ফ্যাসিবাদী শাসন টিকিয়ে রাখতে জাতীয় পার্টি সব ধরনের সহযোগিতা করেছে। যারা এ ধরনের ফ্যাসিবাদকে সহায়তা করেছে, তাদের আইন অনুযায়ী বিচারের মুখোমুখি করা উচিত বলে তিনি মন্তব্য করেন।

মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কারামুক্তি দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় রিজভী এ বক্তব্য দেন।

তিনি বলেন, ‘ফ্যাসিবাদের অনুসারীদের নিরাপত্তা দেওয়ার দায়িত্ব বিএনপির নয়। গণতান্ত্রিক সমাজে সমালোচনা করার অধিকার সবার আছে। তবে ডাকসুর সাবেক ভিপি নূরের ওপর হামলা নিন্দনীয় ও ন্যক্কারজনক।’

তারেক রহমান প্রসঙ্গে রিজভী আরও বলেন, তাঁকে কারাগারে নেওয়ার মূল উদ্দেশ্য ছিল পুরো জাতিকে পরাজিত করা।

এ জাতীয় আরো সংবাদ

আ.লীগ নিষিদ্ধে ৪৮ ঘন্টা সময় দিল গণঅধিকার পরিষদ

আনসারুল হক

অপপ্রচারের বিরুদ্ধে বাংলাদেশি কূটনীতিকদের সতর্ক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর

নূর নিউজ

গোপনে দেশ ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদ

আনসারুল হক