জুলাই-অভ্যুত্থান বর্ষপূর্তি উপলক্ষে ছাত্রশিবিরের ৩৬ দিনের কর্মসূচি ঘোষণা

জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের এক বছর পূর্তিকে কেন্দ্র করে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির ৩৬ দিনব্যাপী ব্যাপক কর্মসূচি ঘোষণা করেছে।

সোমবার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কর্মসূচির ঘোষণা দেন সংগঠনের কেন্দ্রীয় নেতারা।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম, সেক্রেটারি নুরুল ইসলাম সাদ্দাম, অফিস সম্পাদক সিবগাতুল্লাহ, প্রকাশনা সম্পাদক সাদিক কায়েম, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি এস এম ফরহাদসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। লিখিত বক্তব্য পাঠ করেন কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম।

তিনি বলেন, “যখন শহীদদের নিয়ে বিভিন্ন মহল রাজনৈতিক দলীয়করণ ও কৃতিত্ব বিতরণের রাজনীতি করছে, তখন ছাত্রশিবির নিরলসভাবে ‘জুলাই স্পিরিট’ ধরে রাখার চেষ্টা করে যাচ্ছে।”

তিনি উল্লেখ করেন, ৫ আগস্টের পর থেকেই ছাত্রশিবির ধারাবাহিকভাবে নানা অর্থবহ কর্মসূচি বাস্তবায়ন করে আসছে—গায়েবানা জানাজা, কবর জিয়ারত, শহীদ পরিবারের খোঁজখবর ও সহযোগিতা, ঈদ ও অন্যান্য দিবসে সৌজন্য সাক্ষাৎ, ‘ফ্রেমবন্দি ৩৬ জুলাই’ শীর্ষক আলোকচিত্র প্রদর্শনী, গণহত্যার বিচারের দাবিতে প্রতিবাদ সপ্তাহ, স্মৃতিলিখন প্রতিযোগিতা ইত্যাদি।

এ বছরের বর্ষপূর্তি উপলক্ষে ‘জুলাই জাগরণ, নব উদ্যমে বিনির্মাণ’ শ্লোগানকে সামনে রেখে তিনি ঘোষণা করেন ৩৬ দিনের বিশেষ কর্মসূচি। কর্মসূচিগুলোর মধ্যে রয়েছে:

  • সেমিনার, সিম্পোজিয়াম, রিসার্চ কনফারেন্স, আলোচনা সভা ও দোয়া মাহফিল
  • শহীদদের কবর জিয়ারত, শহীদ পরিবার ও আহতদের সঙ্গে সাক্ষাৎ ও মতবিনিময়
  • শাখাভিত্তিক ‘জুলাই দ্রোহ’ শিরোনামে গণহত্যার বিচারের দাবিতে বিক্ষোভ
  • শিক্ষাপ্রতিষ্ঠান ও জনসমাগমস্থলে আলোকচিত্র ও ডকুমেন্টারি প্রদর্শনী, কালচারাল ফেস্ট
  • জুলাই গ্রাফিতি অঙ্কন
  • স্মৃতিলিখন, গল্প-কবিতা, বিতর্ক, রচনা ও ক্রীড়া প্রতিযোগিতা
  • শহীদদের নামে পাঠাগার/লাইব্রেরি প্রতিষ্ঠা
  • ‘ত্যাগীদের চোখে আগামীর বাংলাদেশ’ শীর্ষক সাক্ষাৎকার ও পডকাস্ট আয়োজন
  • সাহিত্য সাময়িকী ও বিশেষ সংখ্যা প্রকাশ
  • স্মৃতি লিখন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও বিশেষ প্রকাশনার মোড়ক উন্মোচন
  • ‘Think Back to 36 July’ শিরোনামে ৩৬ দিনব্যাপী অনলাইন ক্যাম্পেইন

ছাত্রশিবির জানিয়েছে, কেন্দ্রীয় পর্যায় থেকে শুরু করে দেশের প্রতিটি অঞ্চল, জেলা, থানা এবং ওয়ার্ড পর্যন্ত এই কর্মসূচিগুলো ধাপে ধাপে পালন করা হবে।

সংগঠনের পক্ষ থেকে বলা হয়, শহীদদের রক্তস্নাত এই আন্দোলন যেন ভুলে না যায়—সেই দায়বদ্ধতা থেকেই শিবিরের এই উদ্যোগ।

এ জাতীয় আরো সংবাদ

নির্বাচন বানচালের চেষ্টা করলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি প্রধান উপদেষ্টার

আনসারুল হক

‘মুফতি রেজাউল করীম আবরারের নামে মামলা রাজনৈতিক ষড়যন্ত্র’

আনসারুল হক

হযরত ওমরের পর সৎ রাষ্ট্রনায়ক ছিলেন জিয়াউর রহমান: বরকত উল্লাহ বুলু

আনসারুল হক