জুলাই আন্দোলন দেশের ইতিহাসে অনন্য গৌরবময় অধ্যায়: মুফতী সাখাওয়াত হোসাইন রাজী

ইসলামী ঐক্যজোটের মহাসচিব মুফতী সাখাওয়াত হোসাইন রাজী বলেছেন, জুলাইয়ের গণআন্দোলন এ দেশের ইতিহাসে এক অনন্য গৌরবময় অধ্যায়। ২০২৪ সালের এই মাসে বৈষম্য, দুঃশাসন, স্বৈরাচার ও ফ্যাসিবাদের বিরুদ্ধে সাধারণ ছাত্র-জনতা রাজপথে যে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তুলেছিল, এই আন্দোলনের ফলেই স্বৈরাচারী হাসিনা পালিয়ে যেতে বাধ্য হয়। পতন ঘটে আওয়ামী বাকশালী সরকারের। এটি শুধু ছাত্রদের নয়, বরং এ বিজয় ফ্যাসিবাদ বিরোধী পুরো জাতির। আজ (২রা জুলাই) বুধবার বিকেলে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এসব কথা বলেন।

বিবৃতিতে তিনি আরও বলেন, দীর্ঘ ১৬ বছর আওয়ামী সরকার আলেম-উলামা ও বিরোধী দলমতকে দমন করে দেশে বিচারহীনতার সংস্কৃতি চালু করেছে, গুম-খুন করে অনেক মায়ের কোল খালি করেছে। মানুষের মৌলিক অধিকার ও মতপ্রকাশের স্বাধীনতা কেড়ে নিয়েছে। প্রতারণা ও জালিয়াতির নির্বাচন করে বার বার ক্ষমতার মসনদ দখল করেছে। যারাই প্রতিবাদ করেছে, তাদের কণ্ঠরোধ করা হয়েছে বা রাতের আঁধারে তুলে আয়না ঘরে বন্দি করে রাখা হয়েছে। জুলাই-আগষ্টের ছাত্র-জনতার সম্মিলিত আন্দোলন ও শহীদগণের ত্যাগের ফলে আওয়ামী দুঃশাসন থেকে জাতি মুক্তি পেয়েছে। এটা আল্লাহর অশেষ রহমত ও করুণা।

মুফতী সাখাওয়াত হোসাইন রাজী বলেন, জুলাইয়ের বীর শহীদগণ রক্ত দিয়ে আমাদের ঋণী করে গেছেন। কাজেই ভবিষ্যতে যাতে আর কোনো ফ্যাসিবাদ তৈরি হতে না পারে সেই লক্ষ্যে মৌলিক সংস্কারের মাধ্যমে সংবিধান ও রাষ্টকে ঢেলে সাজাতে হবে। ইনসাফভিত্তিক, স্বাধীন, গণতান্ত্রিক ও ইসলামি মূল্যবোধের আদলে নতুনভাবে দেশকে গড়ে তুলতে হবে। জুলাই আন্দোলনে গণহত্যাকারীদের বিচার কাজ দ্রুত সম্পন্ন করতে হবে।

তিনি বলেন, এই ঐতিহাসিক আন্দোলন যুগ যুগ ধরে ফ্যাসিবাদ বিরোধী শক্তিকে প্রেরণা যোগাবে। কাজেই বর্তমান প্রজন্মকে আইনের শাসন, মানবাধিকার এবং ধর্মীয় ও নাগরিক স্বাধীনতার মূল্যবোধে উদ্বুদ্ধ করতে জুলাই আন্দোলনের তাৎপর্য তুলে ধরা অত্যন্ত জরুরি।

ইসলামী ঐক্যজোট মহাসচিব আরও বলেন, জুলাই আমাদের অফুরন্ত সুযোগ এনে দিয়েছে। এই সুযোগকে কাজে লাগিয়ে সকল ইসলামী ও দেশপ্রেমিক শক্তিকে ঐক্যবদ্ধ হয়ে দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও ইসলামী কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করে যেতে হবে।

এ জাতীয় আরো সংবাদ

এনটিভির যুগ্ম প্রধান বার্তা সম্পাদক আব্দুস শহীদের ইন্তেকাল

আনসারুল হক

১৯ জুলাইকে মাদরাসা শিক্ষার্থীদের প্রতিরোধ দিবস হিসেবে স্বীকৃতির দাবি

আনসারুল হক

পুকুরে ডুবে মাদরাসা শিক্ষার্থী ২ ভাইয়ের মৃত্যু

আনসারুল হক