জুলাই ঘোষণাপত্র পাঠ করেছেন প্রধান উপদেষ্টা

জুলাই গণঅভ্যুত্থান দিবসের বর্ষপূর্তিতে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে আয়োজিত “৩৬ জুলাই উদ্‌যাপন” অনুষ্ঠানে মঙ্গলবার (৫ আগস্ট) বিকেল ৫টা ২০ মিনিটে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস জুলাই ঘোষণাপত্র পাঠ শুরু করেন।

বক্তৃতার সূচনায় তিনি অনুষ্ঠানমন্ডলীয় বৃষ্টিকে ‘আল্লাহর রহমত’ হিসেবে উল্লেখ করেন।

দিনব্যাপী এই অনুষ্ঠানটি দুপুর সোয়া ১২টায় শুরু হয়।

অনুষ্ঠানের উদ্বোধনী অংশে সাইমুম শিল্পীগোষ্ঠীর পরিবেশনায় দেশাত্মবোধক গান শ্রোতাদের মনোজ্ঞতা বেড়ায়; পরে কলরব শিল্পীগোষ্ঠীর পরিবেশনাও উপস্থিতদের মধ্যে উচ্ছ্বাস সৃষ্টি করে।

এ জাতীয় আরো সংবাদ

কওমি সনদের কার্যকর বাস্তবায়নসহ বিভিন্ন দাবিতে ইসলামী ছাত্রসমাজের মিছিল

আনসারুল হক

প্রশাসন থেকে ‘আওয়ামী চেতনাধারীদের’ সরানোর দাবি হেফাজতের

আনসারুল হক

সিলেবাস থেকে বিবর্তনবাদ বাদ দিন : জমিয়ত

নূর নিউজ