ডেঙ্গুতে আরও ৬৮ জন হাসপাতালে ভর্তি

দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ৬৮ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এরমধ্যে রাজধানী ঢাকায় ৪৭ জন ও ঢাকার বাইরে ২১ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের নিয়মিত ডেঙ্গুবিষয়ক প্রতিবেদনে রোববার (৫ ডিসেম্বর) এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে সর্বমোট ভর্তি থাকা রোগীর সংখ্যা ২৭৯ জন। এর মধ্যে ঢাকার ৪৬টি সরকারি ও বেসরকারি হাসপাতালে ভর্তি ২১৬ জন এবং অন্যান্য বিভাগের বিভিন্ন হাসপাতালে ৬৩ জন।

প্রতিবেদনে আরও বলা হয়, গত ১ জানুয়ারি থেকে এ পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ২৭ হাজার ৬০৪ জন। তাদের মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছে ২৭ হাজার ২২৭ জন। এ সময়ে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারা গেছে ৯৮ জন।

উল্লেখ্য, চলতি বছর মোট আক্রান্তদের মধ্যে ডিসেম্বর মাসের প্রথম ৫ দিনে ৩৮২ জন, নভেম্বর মাসে ৩ হাজার ৫৬৭ জন, অক্টোবরে ৫ হাজার ৪৫৮ জন, সেপ্টেম্বরে ৭ হাজার ৮৪১ জন, আগস্টে ৭ হাজার ৬৯৮ জন, জুলাইয়ে ২ হাজার ২৮৬ জন এবং জুন মাসে ২৭২ জন হাসপাতালে ভর্তি হন।

এ জাতীয় আরো সংবাদ

বরিশালে বন কর্মকর্তার বিরুদ্ধে ১৭ বিয়ের অভিযোগ, ১২ স্ত্রীর মানববন্ধন

আনসারুল হক

দেশব্যাপী নারী ধর্ষণে জড়িতদের শাস্তির দাবিতে গাজীপুরে ইসলামী ছাত্র খেলাফতের মানববন্ধন

আনসারুল হক

মুফতি জুবায়েরের সন্ধান চেয়ে যা বললেন শায়খ আহমাদুল্লাহ

নূর নিউজ