ঢাকায় জাতিসংঘ অফিস স্থাপনের সিদ্ধান্ত থেকে সরে না এলে সারা দেশে আন্দোলন করবে হেফাজত

ঢাকায় জাতিসংঘ মানবাধিকার কার্যালয় স্থাপনের সিদ্ধান্তকে বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে সরাসরি হস্তক্ষেপ এবং জাতীয় সার্বভৌমত্বের প্রতি হুমকি হিসেবে আখ্যা দিয়ে তীব্র প্রতিবাদ জানিয়েছে হেফাজতে ইসলাম বাংলাদেশ। শুক্রবার জুমার নামাজের পর সংগঠনটির ঢাকা মহানগরীর উদ্যোগে বাইতুল মোকাররম মসজিদের উত্তর গেটে অনুষ্ঠিত হয় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ।

সমাবেশে সভাপতিত্ব করেন হেফাজতে ইসলাম বাংলাদেশের যুগ্ম মহাসচিব ও ঢাকা মহানগরীর সেক্রেটারি আল্লামা মামুনুল হক। তিনি বলেন, “এই জাতিসংঘ অফিস আসলে একটি পশ্চিমা আদর্শিক হাতিয়ার, যা ইসলাম, স্বাধীনতা এবং দেশের ধর্মীয় মূল্যবোধের বিরুদ্ধে ব্যবহৃত হবে।”

তিনি আরও বলেন, ‘ড. ইউনুসের অন্তর্বর্তী সরকার জনগণের আকাঙ্ক্ষা উপেক্ষা করে এমন সিদ্ধান্ত নিচ্ছে, যা একদিকে আন্তর্জাতিক সংস্থাগুলোর জন্য দরজা খুলে দিচ্ছে, অন্যদিকে অপরাধীদের দায়মুক্তি দিচ্ছে। বিচারবহির্ভূত হত্যা ও গুমের বিচার না করে এখন মানবাধিকার নিয়ে বিদেশিদের হস্তক্ষেপ কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।’

মামুনুল হক হুঁশিয়ার করে বলেন, “আমরা আজ প্রাথমিক প্রতিবাদ করছি। কিন্তু সরকার যদি জাতিসংঘ অফিস স্থাপনের সিদ্ধান্ত থেকে সরে না আসে, তাহলে সারা দেশে কঠোর আন্দোলনের ডাক দিতে বাধ্য হবো।”

হেফাজতের তিন দফা দাবি:

১. ঢাকায় জাতিসংঘ মানবাধিকার কার্যালয় স্থাপনের সিদ্ধান্ত অবিলম্বে বাতিল করতে হবে।
২. দেশের মানবাধিকার পরিস্থিতি স্বাধীন ও জাতীয় প্রতিষ্ঠানসমূহের মাধ্যমে মূল্যায়ন করতে হবে।
৩. বিচারবহির্ভূত হত্যা, গুম ও খুনের নিরপেক্ষ তদন্ত করে দায়ীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।

সমাবেশে বক্তারা বলেন, ‘জাতিসংঘ অফিস স্থাপন সরকারের জনবিচ্ছিন্নতার পরিচায়ক এবং এটি দেশের সংবিধান ও নিরাপত্তার প্রতি দীর্ঘমেয়াদি হুমকি। বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে বিদেশি হস্তক্ষেপ বরদাশতযোগ্য নয়।’

সমাবেশে আরও বক্তব্য রাখেন কেন্দ্রীয় উপদেষ্টা মাওলানা আব্দুর রব ইউসুফী, নায়েবে আমীর মাওলানা মুহিউদ্দীন রাব্বানী, মাওলানা আহমাদ আলী কাসেমী, সিনিয়র যুগ্ম মহাসচিব ও ঢাকা মহানগরীর সভাপতি মাওলানা জুনায়েদ আল হাবিব, যুগ্ম মহাসচিব মাওলানা আজিজুল হক ইসলামাবাদী, মাওলানা জালালুদ্দীন, মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দি, মুফতী মুনির হুসাইন কাসেমী, মাওলানা আজহারুল ইসলাম, মাওলানা রাশেদ বিন নূর, মাওলানা এনামুল হক মুসা, মুফতী শরীফুল্লাহ, মাওলানা ফেরদাউসুর রহমান, মাওলানা এহসানুল হক, মাওলানা ইমরানুল বারী সিরাজী, মাওলানা জোবায়ের রশীদ, মাওলানা এহতেশামুল হক সাকী প্রমুখ।

এ জাতীয় আরো সংবাদ

স্বৈরতন্ত্রের কবল থেকে রক্ষা করতে পিআর পদ্ধতিতে নির্বাচন হতেই হবে : চরমোনাই পীর

আনসারুল হক

ইসলাম ও দেওবন্দ মাদরাসা নিয়ে অবমাননাকর সিনেমা স্থগিত করালেন মাওলানা আরশাদ মাদানী

আনসারুল হক

আ.লীগের কার্যক্রম নিষিদ্ধ হওয়ায় বিপ্লবী ছাত্র-জনতাকে জমিয়তের অভিনন্দন

আনসারুল হক