জাতীয় ইমাম পরিষদ বাংলাদেশের চেয়ারম্যান মুফতি আব্দুল্লাহ ইয়াহইয়া বলেছেন, “ঢাকায় জাতিসংঘ মানবাধিকার কার্যালয় স্থাপনের চেষ্টা শহীদদের রক্তের সঙ্গে বেঈমানীর শামিল।” তিনি আরও বলেন, “যাদের আমরা নিরাপদ মনে করেছিলাম, আজ তারাই আমাদের হতাশ করেছেন।”
বৃহস্পতিবার (১০ জুলাই) বাদ মাগরিব ঢাকার যাত্রাবাড়ীর একটি মিলনায়তনে জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মাওলানা খোবায়েবসহ সকল শহীদের স্মরণে আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মুফতি ইয়াহইয়া বলেন, “শহীদ মুগ্ধ যেমন ২৪-এর গণঅভ্যুত্থানে নতুন বাংলাদেশ বিনির্মাণে একজন সৈনিক ছিলেন, তেমনি শহীদ মাওলানা খোবায়েবও ছিলেন সেই অভিযাত্রার একজন সাহসী যোদ্ধা। এ গণঅভ্যুত্থানে স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের পাশাপাশি মাদ্রাসার ছাত্রদেরও গুরুত্বপূর্ণ অবদান রয়েছে।”
আলোচনা সভা ও দোয়া মাহফিলে আরও বক্তব্য রাখেন—বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা এনামুল হক মুসা, সবার খবর সম্পাদক আব্দুল গাফফার, মুফতি আব্দুল্লাহ ইদ্রিস এবং মুফতি ফারহান নাজিম প্রমুখ।