তজুমদ্দিনে ধর্ষণ ও চাঁদাবাজির প্রতিবাদে ইসলামী আন্দোলনের বিক্ষোভ

এইচ এম হাছনাইন, তজুমদ্দিন প্রতিনিধি:

ভোলার তজুমদ্দিনে সম্প্রতি সংঘটিত গণধর্ষণ ও চাঁদাবাজির ঘটনার তীব্র প্রতিবাদ ও দৃষ্টান্তমূলক বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ তজুমদ্দিন উপজেলা শাখা।

বৃহস্পতিবার (৩ জুলাই ২০২৫) বাদ আসর তজুমদ্দিন উত্তর বাজার জামে মসজিদ প্রাঙ্গণ থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে শশীগঞ্জ মধ্যবাজার বাসস্ট্যান্ডে এসে সমাবেশে মিলিত হয়।

প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন ইসলামী শ্রমিক আন্দোলনের বরিশাল বিভাগীয় সাংগঠনিক সম্পাদক সহকারী অধ্যাপক মাওলানা নজিবুল্লাহ সরকার, ইসলামী আন্দোলন বাংলাদেশ তজুমদ্দিন উপজেলা শাখার সভাপতি মুফতি জাফর আহমদ ও সেক্রেটারি মাওলানা শোয়াইব আহমেদ ফরিদ।

বক্তারা বলেন, “কামার পট্টি এলাকায় সংঘটিত বর্বরোচিত গণধর্ষণের ঘটনায় মূল অপরাধীরা এখনো গ্রেফতার হয়নি। আমরা অবিলম্বে দোষীদের গ্রেফতার করে কঠোর শাস্তি দাবি করছি।” তারা অভিযোগ করেন, “চাঁদাবাজ ও ধর্ষক চক্র পরিকল্পিতভাবে সমাজে অস্থিরতা সৃষ্টি করছে। প্রশাসনের উচিত দ্রুত ব্যবস্থা নেওয়া।”

এছাড়া বিক্ষোভে ইসলামী আন্দোলন ও তার অঙ্গসংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। দোয়া-মুনাজাতের মাধ্যমে সমাবেশ শেষ হয়।

নেতৃবৃন্দ ইসলামী শাসনব্যবস্থা প্রতিষ্ঠা ও ন্যায়বিচার নিশ্চিত করতে সকলকে ঐক্যবদ্ধ হয়ে আন্দোলনে শরিক হওয়ার আহ্বান জানান।

এ জাতীয় আরো সংবাদ

এবারও ইজতেমা ময়দানে মোবাইল নেটওয়ার্কে সমস্যা

নূর নিউজ

মহাসমাবেশ সফল করতে বারিধারা মাদরাসায় হেফাজতের প্রস্তুতি সভা

আনসারুল হক

মন্ত্রীদের গাড়ি নিয়ে বেশি ছোটাছুটি না করার নির্দেশ

নূর নিউজ