তালেবান সরকারের অধীন ২৮ লাখ নারী শিক্ষার্থী অধ্যয়নরত: মাওলানা মুত্তাকী

তালেবান নেতৃত্বাধীন সরকারের অধীনে বর্তমানে আফগানিস্তানে প্রায় ২৮ লাখ নারী শিক্ষার্থী পড়াশোনা করছে বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী মাওলানা আমীর খান মুত্তাকী। তার ভাষ্যমতে, দেশে মোট শিক্ষার্থীর সংখ্যা প্রায় ১ কোটি, যা শিক্ষা খাতের সম্প্রসারণ ও স্থিতিশীলতার প্রতিফলন।

রাজধানী কাবুলে বিজয় দিবস উপলক্ষে লোয়া জিরগা হলে আয়োজিত আলোচনা সভায় তিনি বলেন, “শত শত মাদরাসা ও বিদ্যালয় নির্মাণ করা হয়েছে। বর্তমানে শিক্ষার্থীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে প্রায় ১ কোটিতে, যার মধ্যে ২৮ লাখ নারী শিক্ষার্থী।”

পররাষ্ট্রনীতি প্রসঙ্গে মাওলানা মুত্তাকী জানান, আঞ্চলিক দেশগুলোর সঙ্গে ইতিবাচক সম্পর্ক গড়ে তোলার অর্থ পশ্চিমাদের সঙ্গে সম্পর্ক অস্বীকার করা নয়। তিনি বলেন, “অন্যরা যোগাযোগে দ্বিধায় থাকলে সেটা তাদের সিদ্ধান্ত। তবে আমাদের কূটনীতিকরা ইতোমধ্যে কয়েকটি ইউরোপীয় দেশ সফর করেছেন।”

প্রবাসী আফগানদের উদ্দেশে তিনি আহ্বান জানান দেশে ফিরে আসার জন্য। তার ভাষায়, “আফগানিস্তান এখন সব আফগানের জন্য একটি অভিন্ন ঘর। ভ্রম ও মিথ্যা আশা ত্যাগ করে সবাইকে ফিরে আসতে হবে।”

অর্থনীতি প্রসঙ্গে তিনি দাবি করেন, সরকারের পরিচালন ও উন্নয়ন বাজেট এখন পুরোপুরি অভ্যন্তরীণ রাজস্ব থেকে পূরণ হচ্ছে, যা অর্থনৈতিক স্বাধীনতার দৃষ্টান্ত।

কাবুল বিজয় প্রসঙ্গে মুত্তাকী বলেন, “২০২১ সালের ১৫ আগস্ট তালেবান পুনরায় ক্ষমতায় আসার মাধ্যমে দেশে অন্যায় ও অবিচারের পথ রুদ্ধ হয়েছে। এটি সমগ্র জাতির বিজয়। আফগান জনগণ খালি হাতে অসংখ্য ত্যাগ স্বীকারের মাধ্যমে দেশকে স্বাধীন করেছে এবং এখন ইসলামী শরিয়াহ কার্যকর হচ্ছে।”

তিনি সরকারের চার বছরের সাফল্যের উল্লেখ করে বলেন, সাধারণ ক্ষমা ঘোষণা, শরিয়াহ বাস্তবায়ন, পূর্ণ নিরাপত্তা নিশ্চিতকরণ ও কেন্দ্রীয় সরকারের সুদৃঢ়করণই ইমারাতে ইসলামিয়ার বড় অর্জন। এছাড়া একটি ঐক্যবদ্ধ সামরিক বাহিনী গঠন, ক্ষমতার কেন্দ্র বিলুপ্তি, মাদকবিরোধী অভিযান, অভ্যন্তরীণ রাজস্ব নির্ভর বাজেট প্রণয়ন এবং আফগানি মুদ্রার স্থিতিশীলতা রক্ষাকেও তিনি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে উল্লেখ করেন।

এ অনুষ্ঠানে আরও বক্তব্য দেন আফগানিস্তানের ডেপুটি প্রধানমন্ত্রী মাওলানা আব্দুস সালাম হানাফী, স্বরাষ্ট্রমন্ত্রী খলিফা সিরাজুদ্দিন হক্কানী এবং সংস্কৃতি উপমন্ত্রী মাওলানা আতীকুল্লাহ আজিজী।

এ জাতীয় আরো সংবাদ

নরওয়েতে ফাইজারের টিকা নেওয়ার পর ২৩ জনের মৃত্যু

আনসারুল হক

ইসলামি শাসনে চলবে সিরিয়া, অস্থায়ী সংবিধানে সই করলেন শারা

আনসারুল হক

বঙ্গবন্ধুর পলাতক খুনিদের তথ্য দিলে পুরস্কার

নূর নিউজ