থার্টি ফার্স্ট নাইটে বিজাতীয় অপসংস্কৃতি উদযাপন থেকে বিরত থাকুন: আল-নূর কালচারাল সেন্টার, কাতার

থার্টি ফার্স্ট নাইট দেশীয় বা ইসলামী সংস্কৃতি নয়। দেশীয় বা সামাজিক সংস্কৃতি ও সভ্যতার সঙ্গে এর কোন মিল নেই। এমনকি ইসলাম ধর্মের কোন ধরনের কর্মকাণ্ডের সঙ্গে এর সম্পর্ক নেই, বরং এ ধরনের অসামাজিক ও অনৈসলামিক দিবস পালন করা ইসলামে হারাম ঘোষণা করা হয়েছে। তাই থার্টি ফার্স্ট নাইটে বিজাতীয় অপসংস্কৃতি উদযাপন থেকে বিরত থাকুন।

আজ শুক্রবার (৩১ ডিসেম্বর) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে কাতারস্থ আল নূর কালচারাল সেন্টারের মহাপরিচালক প্রকৌশলী শুয়াইব কাশেম ও নির্বাহী পরিচালক মাওলানা ইউসূফ নূর এ মন্তব্য করেছেন।

বিবৃতিতে তারা আরো বলেন, আমরা দেশের সভ্যতা ও ধর্মীয় মূল্যবোধের প্রতি শ্রদ্ধাশীল। এ রাতকে কেন্দ্র করে সমাজে যে ধরনের অশ্লীল এবং অশালীন কর্মকাণ্ড হয়, তা তরুণ সমাজের চরিত্রকে ধ্বংসের পথে নিয়ে যাচ্ছে । আমরা প্রশাসনকে এসব অপসংস্কৃতিমূলক অনুষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করার আহবান জানাচ্ছি।

বিবৃতিতে আল-নুর নেতৃদ্বয় প্রবাসী বাঙালিদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, প্রবাসে বসবাসরত ভাইদের প্রতি অনুরোধ থাকবে এমন কোনো কর্মকাণ্ডের সঙ্গে আপনারা জড়াবেন না যা আমাদের ধর্মীয় কৃষ্টি-কালচার বিরোধী এবং একইসাথে সামাজিক সভ্যতা সমর্থন করেনা।

এ জাতীয় আরো সংবাদ

বায়তুল মোকাররমে আন্তর্জাতিক ইসলামী বইমেলার উদ্বোধন আজ

আনসারুল হক

শবেবরাতের আমল ও করণীয়

আনসারুল হক

আল্লাহর নৈকট্য লাভে সুন্নতের আমল অপরিসীম গুরুত্ব

নূর নিউজ