আম কুড়াতে গিয়ে বজ্রপাতে প্রাণ গেল দুই বোনের

দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুরের হাকিমপুর উপজেলায় আম কুড়াতে গিয়ে বজ্রপাতে দুই বোনের মৃত্যু হয়েছে। সোমবার বিকেল সোয়া ৪টার দিকে হাকিমপুর উপজেলার লোহাচড়া গ্রামে এই ঘটনা ঘটে। হাকিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি) ফেরদৌস ওয়াহিদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

নিহতরা হলো-লোহাচড়া গ্রামের মফিজউদ্দীনের দুই মেয়ে মহসেনা বেগম ও আশরাফা বেগম। তাদের বয়স ১২ বছর ও ১০ বছর।

স্থানীয়রা জানান, সোমবার বিকেলে ঝড় ও বৃষ্টি শুরু হলে বাড়ির পাশে আম কুড়াতে যায় দুই বোন। এসময় বজ্রপাত হলে দুই বোন মাটিতে লুটিয়ে পড়ে। পরিবারের লোকজন ও স্থানীয়রা তাদের উদ্ধার করে হাকিমপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাদের দুজনকেই মৃত ঘোষণা করেন। একসঙ্গে দুই বোনের মৃত্যুর ঘটনায় এলাকায় নেমে আসে শোকের মাতম।

এ জাতীয় আরো সংবাদ

কয়েক হাজার নকল টিকা উদ্ধার

আলাউদ্দিন

অক্টোবরেই চালু হচ্ছে শাহজালালের থার্ড টার্মিনাল

নূর নিউজ

হত্যা মামলায় সাবেক এমপি আউয়াল রিমান্ডে

আনসারুল হক