দুদক স‌চিবের সঙ্গে যুক্তরাষ্ট্রের প্রতিনি‌ধি দলের বৈঠক

মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের বৈশ্বিক দুর্নীতি দমন বিষয়ক সমন্বয়ক রিচার্ড নেফিউর নেতৃত্বে একটি প্রতিনিধি দলে দুর্নীতি দমন কমিশনের (দুদক) সচিব মো. মাহবুব হোসেনের সঙ্গে বৈঠকে বসেছেন।

রোববার (৬ আগস্ট) বিকেল পৌনে চারটার দিকে রিচার্ড নেফিউর নেতৃত্বাধীন তিন সদস্যের প্রতিনিধি দল দুদক প্রধান কার্যালয়ে আসেন। পরে প্রতিনিধি দলটি দুদক সচিবের কক্ষে বৈঠক শুরু করেন।

সূত্র জানায়, যুক্তরাষ্ট্রের উপদেষ্টা পর্যায়ের কাজ হচ্ছে অর্থ পাচার রোধ ও দুর্নীতি দমন করা। গত বছর বৈশ্বিক দমন বিষয়ক দুর্নীতি সমন্বয়কের দায়িত্ব গ্রহণের পর বিশ্বের বিভিন্ন অঞ্চল সফর করেন রিচার্ড নে‌ফিউ। দক্ষিণ এশিয়া অঞ্চলে সফরের অংশ হিসেবে বাংলাদেশও তার অন্তর্ভুক্ত রয়েছে। সে ধারাবা‌হিকতায় এ বৈঠক শুরু হয়েছে।

এ জাতীয় আরো সংবাদ

নবনিযুক্ত প্রধান নির্বাচন কমিশনার কে এই কাজী হাবিবুল আউয়াল?

নূর নিউজ

দেশের জনগণ সবচেয়ে বড় সম্পদ, উন্নয়ন কার্যক্রমে তাদের সম্পৃক্ত করতে হবে: প্রধানমন্ত্রী

নূর নিউজ

দেশ একটি ভয়াবহ সময় অতিক্রম করছে: মির্জা ফখরুল

নূর নিউজ