দেশে এলো করোনার টিকা

দেশে এলো মহামারি করোনাভাইরাসের টিকা। ভারতের উপহার হিসেবে পাওয়া ২০ লাখ ডোজ করোনার টিকা বিশেষ বিমানে করে দেশে এসে পৌঁছেছে।

বৃহস্পতিবার (২১ জানুয়ারি) বেলা ১১টার দিকে এয়ার ইন্ডিয়ার বিশেষ বিমানে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আসে করোনার ভ্যাকসিনের প্রথম চালান। এতে রয়েছে সেরামের তৈরি অক্সফোর্ডের ২০ লাখ ডোজ।

শিগগিরই দেশে টিকাদান কর্মসূচি শুরু হবে। জানা গেছে, রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালের ২৫ জনকে এ টিকা প্রয়োগ কার্যক্রমের উদ্বোধন করা হবে। এরপর দেওয়া হবে আরও ৫০০ জনকে। তাদের কিছুদিন নজরদারিতে রাখার পর ফেব্রুয়ারির প্রথম দিকে পুরোদমে শুরু হবে টিকাদান কর্মসূচি।

এ জাতীয় আরো সংবাদ

বাংলাদেশে আওয়ামী লীগ নামে কেউ রাজনীতি করতে পারবে না : সালাহউদ্দিন

Sufian Farabee

ভাষা আন্দোলন বঙ্গবন্ধুই শুরু করেছিলেন: প্রধানমন্ত্রী

নূর নিউজ

আজ রাত থেকে সারা দেশে ট্রেন চলাচল বন্ধ হয়ে যেতে পারে।

নূর নিউজ