সাংবাদিক আব্দুর রহিমের ইন্তেকালে ইসলামী ঐক্যজোটের শোক

নূর নিউজ: দৈনিক ইনকিলাবের সিনিয়র রিপোর্টার সাংবাদিক আব্দুর রহিমের ইন্তেকালে গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছেন ইসলামী ঐক্যজোটের চেয়ারম্যান মাওলানা আবুল হাসানাত আমিনী ও মহাসচিব মুফতী ফয়জুল্লাহ।

আজ গণমাধ্যমে পাঠানো এক শোকবার্তায় নেতৃদ্বয় বলেন, মরহুম আব্দুর রহিম ছিলেন একজন প্রবীণ সাংবাদিক। তিনি সংবাদ মাধ্যমের এক নিবেদিতপ্রাণ ব্যক্তিত্ব এবং আজীবন সাংবাদিকতার সাথে জড়িত ছিলেন। দেশের আলেম-উলামাদের সাথে তাঁর গভীর সম্পর্ক ছিল। তাঁর ইন্তেকালে জাতি একজন দেশবরেণ্য সাংবাদিককে হারাল। প্রতিথযশা এই সাংবাদিকের মৃত্যুতে বাংলাদেশের সংবাদপত্র অঙ্গনের এক অপূরণীয় ক্ষতি হল’।

দৈনিক ইনকিলাবের সিনিয়র রিপোর্টার আব্দুর রহিম

আমরা মরহুম আব্দুর রহিমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি এবং তাঁর শোকসন্তপ্ত পরিবার, আত্মীয় ও বন্ধু-বান্ধবের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি। আল্লাহ তাআলা তাঁকে জান্নাতে সর্বোচ্চ মাকাম দান করুন। আমিন।

 

এ জাতীয় আরো সংবাদ

এস আলমের সহযোগী ইসলামী ব্যাংকের ৮ শীর্ষ কর্মকর্তা বরখাস্ত

নূর নিউজ

‘ইসলামীবিরোধী নারী সংস্কার কমিশন অবিলম্বে বাতিল করতে হবে’

আনসারুল হক

বিশ্বজুড়ে জনপ্রিয় হয়ে উঠছে মুসলিমদের সামাজিক যোগাযোগ মাধ্যম ‘আলফাফা’

নূর নিউজ