দ্বীন জিন্দা থাকলেই দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব নিরাপদ থাকবে: পীর সাহেব মধুপুর

দক্ষিণ কেরাণীগঞ্জের আব্দুল্লাহপুরস্থ জামি’আ আশরাফিয়া হালিমিয়া আবেদিয়া মাদরাসার প্রতিষ্ঠাতা পরিচালক ও মধুপুর পীর সাহেব মাওলানা আব্দুল হামিদ বলেছেন, ইসলামের দুশমনরা নানামুখী ষড়যন্ত্রে লিপ্ত। দ্বীন জিন্দা থাকলেই দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব নিরাপদ থাকবে।

শুক্রবার (০৬৫ জানুয়ারি) মাদরাসা প্রাঙ্গণে ৯ম বার্ষিক ওয়াজ মাহফিলে সভাপতির বক্তব্যে তিনি এ কথা বলেন।

হাফেজ মাওলানা আহমদুল্লাহর পরিচালনায় এতে অন্যান্যের মধ্যে বয়ান করেন, হেফাজতে ইসলাম ঢাকা মহানগরী মহাসচিব মাওলানা মামুনুল হক, মাওলানা খালিদ সাইফুল্লাহ আইয়ূবী, মুফতি নজরুল ইসলাম কাসেমী, মাওলানা রশিদ আহমদ, মাওলানা আব্দুল খালেক শরীয়তপুরী, মাওলানা আবুল কাশেম আশরাফী, মাওলানা লিয়াকত আলী ও মুফতি আব্দুর রব ফরিদী।

মধুপুর পীর সাহেব মাওলানা আব্দুল হামিদ বলেন, বর্তমান সমাজ ব্যবস্থায় যুবক-যুবতীরা নীতি নৈতিকতা হারিয়ে বিপদগামী হচ্ছে। ঘরে ঘরে কুরআনের আলো জ্বালাতে হবে। ধর্মীয় শিক্ষাকে বাধ্যতামূলক করতে পারলেই ছাত্র-ছাত্রীরা আদর্শবান হয়ে গড়ে উঠবে।

তিনি আরো বলেন, মুমিনের চরিত্র অর্জন করতে পারলেই আল্লাহর পক্ষ থেকে বিজয় আসবে। ঈমানী তাকওয়া অর্জনের মাধ্যমেই দুনিয়া আখেরাতে কল্যাণ আসবে।

এ জাতীয় আরো সংবাদ

সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীকে ৮ বছরের কারাদণ্ড

নূর নিউজ

ফেসবুক-ম্যাসেঞ্জার ডাউন, ভোগান্তিতে কোটি গ্রাহক

আনসারুল হক

ড. মোহাম্মদ ইউনূসকে ১১৯ কোটি টাকা কর পরিশোধের নির্দেশ

নূর নিউজ