নগর ভবনে কোনো প্রশাসক বা উপদেষ্টা বসতে পারবেন না: ইশরাক

বিএনপি নেতা ইশরাক হোসেন বলেছেন, নগর ভবনে কোনো প্রশাসক বা উপদেষ্টা বসতে পারবেন না।

শুক্রবার (৬ জুন) পবিত্র ঈদুল আজহার প্রধান জামাত জাতীয় ঈদগাহ মাঠ পরিদর্শনে গিয়ে তিনি এ কথা বলেন।

ইশরাক হোসেন বলেন, নগর ভবনে যদি কোনো ধরনের প্রশাসনিক সমস্যা হয় তখন আমরা ৭৫ ওয়ার্ড থেকে যারা সাবেক কমিশনার ও কাউন্সিলর ছিল, ভোটার, গণ্যমান্য ব্যক্তি ও বিভিন্ন প্রতিষ্ঠানের প্রিন্সিপালদের নিয়ে আমরা প্রয়োজনে বিপ্লবী ঢাকা কাউন্সিল গঠন করে সাময়িকভাবে নিয়োগ দিয়ে নগর ভবন চালাবো। কিন্তু এখান থেকে ফিরে আসার কোন সুযোগ নেই।

তিনি আরো বলেন, ঈদগাহ মাঠে আমি নির্বাচিত ও সর্বোচ্চ আদালতের সিদ্ধান্ত অনুযায়ী মেয়র হিসেবেই এসেছি। এটা আমার দায়িত্বের মধ্যে পড়ে। আবার কালও যারা পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ করবেন তাদের সাথে মাঠে থাকবো।

এ জাতীয় আরো সংবাদ

নৌকা নিয়ে এমপি নির্বাচন করতে চান হিরো আলম

নূর নিউজ

মুসলিম বিশ্বের শরণার্থী সংকট মোকাবেলায় ওআইসির প্রচেষ্টা বৃদ্ধি করতে হবে

নূর নিউজ

বাংলাদেশে এসে যা বললেন ডোনাল্ড লু

নূর নিউজ