নবীজির শিক্ষা ও আদর্শ প্রতিটি যুগ ও প্রজন্মের জন্য দিশারি : প্রধান উপদেষ্টা

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর শিক্ষা ও আদর্শ প্রতিটি যুগ ও প্রজন্মের জন্য দিশারি হয়ে আছে এবং তা অনুসরণেই নিহিত রয়েছে বিশ্বমানবতার শান্তি, কল্যাণ ও মুক্তি।

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে এক বাণীতে তিনি বলেন, “মহানবী (সা.) ছিলেন রাহমাতুল্লিল আলামিন—সমগ্র বিশ্বজগতের জন্য রহমত। আল্লাহ তাঁকে মানবজাতির হেদায়েত ও মুক্তির জন্য প্রেরণ করেছেন।”

তিনি আরও বলেন, আল্লাহর প্রতি গভীর আনুগত্য, অনুপম চারিত্রিক বৈশিষ্ট্য ও মহৎ গুণের জন্য কোরআনে মহানবীকে ‘উসওয়াতুন হাসানাহ’ বা সুন্দরতম আদর্শ হিসেবে অভিহিত করা হয়েছে। তাঁর শিক্ষা প্রতিটি প্রজন্মকে সত্য, ন্যায় ও শান্তির পথে পরিচালিত করছে।

প্রধান উপদেষ্টা বলেন, নবীজির অনুপম জীবনাদর্শ ও সুন্নাহ অনুসরণই আজকের দ্বন্দ্ব-সংঘাতময় বিশ্বে ন্যায়, শান্তি ও কল্যাণ নিশ্চিত করতে পারে। তিনি সমগ্র মুসলিম উম্মাহর ঐক্য আরও সুসংহত হওয়ার আহ্বান জানান।

অধ্যাপক ইউনূস দেশবাসী ও বিশ্ব মুসলিম উম্মাহকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে বলেন, ‘পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) সবার মাঝে বয়ে আনুক শান্তি ও সমৃদ্ধি। মহানবী (সা.)-এর জীবনাদর্শ লালন ও অনুসরণের মধ্য দিয়েই আমাদের ইহকাল ও পরকালের কল্যাণ নিশ্চিত হবে।’

এ জাতীয় আরো সংবাদ

সম্মিলিত খতমে নবুওয়ত পরিষদের সম্মেলন সফল করতে চট্টগ্রাম সফরে নেতৃবৃন্দ

নূর নিউজ

তালেবানের প্রশংসা করে বক্তব্য দেয়ায় চাকরি হারালেন মসজিদের ইমাম

নূর নিউজ

যাদের মৃত্যুর সময় ফেরেশতা সান্ত্বনা দেবেন

Sufian Farabee