আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার বিটঘর ইউনিয়ন কার্যালয়ে শুক্রবার (১৩ জুন) বাদ মাগরিব এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবীনগর উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি খোরশিদুল ইসলাম খোকন এবং ইসলামী ঐক্যজোটের কেন্দ্রীয় প্রচার সচিব ও মজলিসে শূরা সদস্য মাওলানা আনছারুল হক ইমরান।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিটঘর ইউনিয়ন জামায়াতের সভাপতি আনোয়ার হোসাইন, সেক্রেটারি শফিকুল ইসলাম, ইসলামী ঐক্যজোট নেতা মাওলানা আব্দুল্লাহ আল মামুন, মুফতী আতাউল হকসহ দুই সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।
সভায় নেতৃবৃন্দ আগামী জাতীয় নির্বাচনে ইসলামী দলসমূহের বৃহত্তর ঐক্য গঠনের ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেন। তারা বলেন, ব্রাহ্মণবাড়িয়া-৫ (নবীনগর) আসনে যদি ইসলামী জোটের পক্ষ থেকে একক প্রার্থী মনোনীত করা হয়, তাহলে সবাই ঐক্যবদ্ধভাবে তার পক্ষে কাজ করবে।
উপজেলা জামায়াত সেক্রেটারি খোকন জানান, ব্রাহ্মণবাড়িয়ার ৬টি আসনে জামায়াত ইতোমধ্যে প্রার্থী ঘোষণা করেছে। নবীনগরে সম্ভাব্য প্রার্থী হিসেবে মনোনীত হয়েছেন সুপ্রিমকোর্টের বিশিষ্ট আইনজীবী অ্যাডভোকেট আব্দুল বাতেন।
জবাবে মাওলানা আনছারুল হক ইমরান জানান, ইসলামী ঐক্যজোট থেকেও ব্রাহ্মণবাড়িয়া সদরসহ ৩টি আসনে সম্ভাব্য প্রার্থী ঘোষণা করা হয়েছে। নবীনগর উপজেলা নেতাদের সাথে পরামর্শক্রমে এখানেও দ্রুত প্রার্থী ঘোষণা করা হবে বলে তিনি জানান।
মতবিনিময়ে নির্বাচনী কৌশলের পাশাপাশি জুলাই গণহত্যার বিচার, আইন-শৃঙ্খলা পরিস্থিতি, শিক্ষা ও সামাজিক উন্নয়নের বিষয়ে আলোচনা হয়। উভয় নেতা এলাকার শান্তি, উন্নয়ন এবং ভ্রাতৃত্বপূর্ণ সমাজ গঠনে একসঙ্গে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।