নাটোরের সিংড়ায় হেফাজতে ইসলামের উদ্যোগে জুলাই শহীদদের জন্য দোয়া মাহফিল

মোঃ জাকারিয়া মাসুদ, (নাটোর) প্রতিনিধি

রক্তাক্ত জুলাই গণঅভ্যুত্থানে সাহসী বীর শহীদদের রুহের মাগফিরাত ও আহতদের সুস্থতা কামনায় দোয়া মাহফিলের আয়োজন করেছে হেফাজতে ইসলাম বাংলাদেশ, সিংড়া উপজেলা শাখা।

আমীরে হেফাজতের আহ্বানে শনিবার (৫ জুলাই) বাদ যোহর সিংড়া জামিয়া ইসলামিয়া হামিদিয়া মাদ্রাসা মসজিদে এ দোয়া অনুষ্ঠিত হয়।

হেফাজতে ইসলাম বাংলাদেশ সিংড়া উপজেলা শাখার সভাপতি মুফতি মাসুম বিল্লাহ’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মুফতি জাকারিয়া মাসউদ এর সঞ্চালনায়
প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সংগঠনের নাটোর জেলা সভাপতি মুফতি আব্দুল্লাহ আল মাদানী।

এসময় উপস্থিত ছিলেন হেফাজতে ইসলাম বাংলাদেশ নাটোর জেলার বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মুফতি আব্দুল্লাহ আল ইমরান, উপজেলা সহ সাধারণ সম্পাদক, হাফেজ মাওলানা জিয়াউর রহমান, অর্থ সম্পাদক মুফতি রুহুল আমীন, দপ্তর সম্পাদক, মুফতি সৈয়দ মোল্লা, সহ প্রচার সম্পাদক, হাফেজ মিজানুর রহমান, সিংড়া প্রেসক্লাবের সভাপতি মোল্লা মোঃ এমরান আলী রানা প্রমূখ।

প্রধান অতিথি তার বক্তব্যে গতকাল জুমার বয়ানে বায়তুল মোকাররমের খতিব মুফতি আব্দুল মালেক সাহেব যে বক্তব্য দেন তার সমর্থন জানিয়েছেন। খতিব সাহেব বলেন, জাতিসংঘের পক্ষ থেকে একজন আবাসিক সমন্বয়কারীকে পাঠানো হবে। আপনারা জানেন তার ব্যাপারে? তিনি সমকামী! লজ্জায় মরে যাওয়া উচিত বাংলাদেশিদের। তাদের কাছে কুরআন-হাদিস থাকতে, নবীজির সিরাত থাকতে মানবতা শেখানোর আসতে হচ্ছে পশ্চিমা দেশে থেকে। আমরা আল্লাহকে সাক্ষী রাখছি, এসব অপকর্মের সাথে আমরা একেবারেই সম্পর্কযুক্ত না।

এ জাতীয় আরো সংবাদ

তৃতীয় দিনে সড়কে মানুষ-যানবাহনের উপস্থিতি কিছুটা বেড়েছে

আনসারুল হক

মুফতি রফি উসমানীর ইন্তেকালে পীর সাহেব চরমোনাই’র শোক ও মাগফিরাত কামনা

নূর নিউজ

পবিত্র মাহে রমজানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করুন: হেফাজত মহাসচিব

নূর নিউজ