নামাজ থেকে ফেরার পথে গাড়ির ধাক্কায় নিহত পুলিশের এসআই

সাভারের আশুলিয়ায় নামাজ শেষে রাস্তা পার হতে গিয়ে অজ্ঞাত এক পরিবহনের চাকায় পিষ্ট হয়ে পুলিশের এক উপপরিদর্শক (এসআই) নিহত হয়েছেন। নিহত পুলিশের নাম মোনায়েম (৬০)।

রোববার (০৭ মার্চ) সকালে টঙ্গী-আশুলিয়া-ইপিজেড সড়কের আশুলিয়ার সরকার মার্কেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

মোনায়েম শিল্প পুলিশ ১-এর উপপরিদর্শক (এসআই)। তার গ্রামের বাড়ি সিরাজগঞ্জে।

আশুলিয়া থানার এসআই ফরিদুল আলম জানান, রাতে সরকার মার্কেট বান্ডু গার্মেন্টস ক্যাম্পে ডিউটিতে ছিলেন মোনায়েম। ভোরে নামাজ শেষে রাস্তা পার হতে গিয়ে কোনো এক অজ্ঞাত পরিবহনের চাকায় পিষ্ট হন তিনি। এতে ঘটনাস্থলেই মৃত্যু হয় তার।

নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

এ জাতীয় আরো সংবাদ

বাড়ল এলপিজির দাম

নূর নিউজ

চার বিভাগে বজ্রসহ বৃষ্টির আভাস

নূর নিউজ

উন্নয়নে চক্ষুশূল হয়েছি, মানবাধিকার-গণতন্ত্র ভাঁওতাবাজি: পররাষ্ট্রমন্ত্রী

নূর নিউজ