নিউইয়র্কে কনস্যুলেট অফিসে উপদেষ্টা মাহফুজ আলমকে আ.লীগের হেনস্থার চেষ্টা

নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেট অফিসে ঢোকার সময় তথ্য উপদেষ্টা মাহফুজ আলমকে আওয়ামী লীগের কিছু কর্মী-সমর্থক হেনস্তা করার চেষ্টা করেছেন। এ সময় তারা ডিম নিক্ষেপ করে ও বিভিন্ন স্লোগান দেন। এমনকি কনস্যুলেট ভবনের কাচের দরজাও ভেঙে ফেলা হয়।

জুলাই গণ-অভ্যুত্থানের বছর পূর্তি উপলক্ষে কনস্যুলেটের আয়োজিত অনুষ্ঠানে যোগ দেন মাহফুজ আলম। সেখানে তিনি প্রবাসীদের অবদানের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং জানান, তিনি কোনো রাজনৈতিক পক্ষের সঙ্গে যুক্ত নন। দেশ ও জনগণকে সর্বোচ্চ প্রাধান্য দেওয়ার আহ্বানও জানান তিনি।

ঘটনার পর কনস্যুলেট কর্তৃপক্ষ পুলিশের সহায়তায় (এনওয়াইপিডি) মাহফুজ আলমকে নিরাপদে অফিস থেকে বের করে আনেন। জানা গেছে, তিনি ২৭ আগস্ট পর্যন্ত যুক্তরাষ্ট্রে অবস্থান করবেন।

এ জাতীয় আরো সংবাদ

ইরান-বিরোধী যৌথ ঘোষণায় সই করলেন বাইডেন ও লাপিদ

নূর নিউজ

ইমরান খানকে ক্ষমতা থেকে সরানো নিয়ে যা বলল যুক্তরাষ্ট্র

নূর নিউজ

‘নিউইয়র্ক টাইমস’ প্রতিবেদনে বাংলাদেশী আলেম মুফতি ইসমাঈল

আনসারুল হক