নিউইয়র্কে প্রতিবাদ সমাবেশে চলন্ত গাড়ির ধাক্কা

আবু তাহের: যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক শহরের ম্যানহাটান এলাকায় একটি প্রতিবাদ সমাবেশে চলন্ত গাড়ির ধাক্কায় আহত হয়েছেন বেশ কয়েকজন। স্থানীয় সময় গত শুক্রবার বিকাল ৪টার দিকে মিডটাউন ম্যানহাটানসংলগ্ন মারি হিল আবাসিক এলাকার থার্টি নাইনথ স্ট্রিট ও থার্ড অ্যাভিনিউর মোড়ে ঘটনাটি ঘটেছে।

পুলিশ জানিয়েছে, ওই বিএমডব্লিউ সিডান গাড়িটির চালকের আসনে ছিলেন এক নারী। আইন প্রয়োগকারী সংস্থা জিজ্ঞাসাবাদের জন্য তাকে আটক করেছে। গাড়িটি ছয়জনকে ধাক্কা দিয়েছে। তবে আহতদের কারও আঘাতই খুব গুরুতর নয়। কতজনকে হাসপাতালে নেওয়া হয়েছে, তা পরিষ্কার হয়নি বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

বর্ণবাদবিরোধী গোষ্ঠী ব্ল্যাক লাইভস ম্যাটার ওই প্রতিবাদের আয়োজন করেছিল বলে পুলিশ ও কয়েকটি স্থানীয় গণমাধ্যম জানিয়েছে। ঘটনাস্থলে উপস্থিত রয়টার্সের এক ফটোগ্রাফার ও এক গণমাধ্যম জানিয়েছে, ইউএস ইমিগ্রেইশন অ্যান্ড কাস্টমস ইনফোর্সমেন্টের হেফাজতে নিউজার্সির কারাগারে থাকা নথিবিহীন ৯ অভিবাসীর অনশন ধর্মঘটের প্রতি সংহতি জানিয়ে ওই প্রতিবাদ সমাবেশটির আয়োজন করা হয়েছিল।

এ জাতীয় আরো সংবাদ

গর্ভপাত ইস্যু, মার্কিন সুপ্রিম কোর্টের বিচারপতিদের ফাঁস হওয়া খসড়া প্রস্তাবে তোলপাড়

নূর নিউজ

নিউইয়র্কে ট্রাফিক পুলিশে যোগ দিলেন আরও ৭৫ বাংলাদেশি

নূর নিউজ

গাজায় যুদ্ধবিরতির ‘চাপ প্রয়োগ’ করতে ইসরাইলে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী ব্লিঙ্কেন

নূর নিউজ